ইংরেজী শিক্ষক ক্লাসে বাচ্চাদের পশুর ডাক চ্যাপ্টারে পড়া ধরছেন। ক্লাসে এসে তিনি পাজি ফাঁকিবাজ ছেলেটিকে দাঁড় করিয়ে দিয়েছেন।
শিক্ষক: ডগ ?
ছাত্র: ঘেউ ঘেউ ।
শিক্ষক: ক্যাট ?
ছাত্র: মিউ মিউ মিয়াও ।
শিক্ষক: লায়ন ?
ছাত্র: আহ আহ উহ ।
শিক্ষক: আমি লায়ন বলেছি,লিয়ন নয়।
Nov 30
আমি লায়ন বলেছি,লিয়ন নয়
Nov 30
চিং চোঙ মিইকুং কং চা নাউ ”
এক চাইনীজ হাসপাতালে ভর্তি ছিল…
জিমি তাকে দেখতে গেল…
চাইনীজ বলল… “চিং চোঙ …
মিইকুং কং … চা নাউ ”
এবং মরে গেল…
জিমি চীনে গেল কথাটার অর্থ জানার
জন্য .. কথার অর্থ টা হল…
…“কুত্তা আমার অক্সিজেন পাইপ
থেকে পা উঠা…!!
Nov 30
ফাঁকিবাজি ছাত্র
ম্যাডামঃ- কালকে যে পড়াটা মুখস্ত করেতে দিছলাম। তা তুমি মুখস্ত করেছো?
পাপ্পুঃ- না ম্যাডাম!!
ম্যাডামঃ- কেনো? বাসায় পড়তে বসনি?
পাপ্পুঃ- যখন আমি পড়তে বসেছি ঠিক তখনি কারেন্ট চলে গেছে।
ম্যাডামঃ- নিশ্চয়ই একটু পর আবার কারেন্ট আসছে?
পাপ্পুঃ- হ্যা কারেন্ট তো আসছিলো। কিন্তু আবার যখনি আমি পড়তে বসেছি ঠিক তখনি আবার কারেন্ট চিলে গেছে।
ম্যাডামঃ- তার পর অবশ্যই আবার কারেন্ট এসেছিলো?
পাপ্পুঃ- কারেন্ট তো এসেছিলো কিন্তু আমি আর পড়তে বসিনি এই ভেবে ”যে কারেন্ট চলে যাবে আমার জন্য আর বেকার অন্যান্য লোকেরা অসুবিধা ভোগ করবে।
Nov 28
দরবেশের সাথে বল্টুর দেখা !
দরবেশ : হক মাউলা হক….
তুই কি চাস ???
বল্টু : বাবা আমার একটা ছাগল হারিয়ে গেসে.. ২দিন ধইরা পাইতাসিনা …
দরবেষ : তুই একদম চিন্তা করিশ না.
তোর ছাগল এখন এই পোস্ট পারাতে…
Nov 26
হরতাল !!!
[img]https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash3/p480x480/1426409_637024316338604_367115268_n.jpg[/img]


