Dec 04
UPGRADE
Dec 04
জামা-প্যান্টএর ভিতরে আমিও ছিলাম
মাটিতে ধপ করে কিছু পড়ার শব্দ হতেই বল্টুর বউ ছুটে এল।
স্ত্রী : কী গো কিসের শব্দ হলো ।
বল্টু : খাট থেকে আমার জামাপ্যান্ট পড়ে গিয়েছিল ।
স্ত্রী : কিন্তু জামা-প্যান্ট পড়লে এত জোরে তো শব্দ হওযার কথা না ।
বল্টু : আসলে জামা-প্যান্টএর ভিতরে আমিও ছিলাম।
Dec 04
ইয়াং লেডি টিচার
বাসে এক ইয়াং লেডি টিচার দাড়ে যাচ্ছিলো। এক বাচ্ছা টিচার কে দেখে ঝটপট দাঁড়িয়ে বলল।
বাচ্ছাঃ- ম্যাডাম আপনি আমার জায়গায় বসুন। ম্যাডাম বাচ্ছার গালে ঠাস করে একটা থাপ্পর লাগে দিলো।
বাচ্ছাঃ-আবছোস করে বলল। কেয়া জামান আগেয়া? আজ কাল গুরুজন কে শ্রদ্ধা করার পরিনাম কি এই? বলতে বলে আবার বাপের কোলে বসে পড়লো।
Dec 04
নামের পদবি।
১ম জনঃ” ভাই আপনার নাম কি?
২য় জনঃ” হরিপদ পাল । আপনার নাম কি?
১ম জনঃ ” নিতাই হালদার ।
৩য় জনকে লক্ষ্য করে ১ম জন বললঃ “ভাই আপনার নাম কি?
৩য় জনঃ ” আমার নাম গোপাল চন্দ্র গুন ।
৩য় জন মাঝিকে লক্ষ্য করে বললঃ “এই তোমার নাম কি?
মাঝিঃ ” আমার নাম রহিম উদ্দিন বৈঠা ।
২য় জনঃ ” তোমার নামের এই পদবিতো আগে শুনিনি ।
মাঝিঃ ” ছিলো না, তবে অহন হইছে কারণ আপনারা একজন পাল ধরছেন, একজন হাল ধরছেন, আর একজন গুন টানছেন, অহন লগি আর বৈঠা না হইলে নৌকা চলবো কেমন?




