১৯৭২ সালের ঘটনা। সদ্য স্বাধীন দেশ, পাকমোটর নামের জায়গটা হয়ে গেছে বাংলামোটর, পাকিস্তান অবজারভার হয়ে গেছে বাংলাদেশ অবজারভার। এমন আরও অনেক পরিবর্তন এসে গেছে। কিন্তু অনেক দিনের অভ্যাসবশত এক ভদ্রলোক রিকশাওয়ালাকে ডেকে বললেন, – ‘এই রিকশা, পাকমোটর যাবা?’ রিকশাওয়ালা ভদ্রলোকের ঠিক পেট বরাবর কষে একটা লাথি দিয়ে বলল, -‘এখনও পাকমোটর কস, এত্ত সাহস তর!’ প্রচণ্ড ব্যথায় অস্থির হয়ে ভদ্রলোক গেলেন ডাক্তারের কাছে, ডাক্তারকে জানালেন- ‘ডাক্তার সাহেব, কিছু একটা করেন, আমার বাংলাস্থলীতে প্রচণ্ড ব্যাথা!’
Dec 15
টিপতে চাও কিন্তু পারো না
স্ত্রী: আচ্ছা আমার শরীরের কোন জিনিসটা তুমি সবসময় টিপতে চাও কিন্তু পারো না?
স্বামী: বলবো না, তুমি রাগ করবে।
স্ত্রী: (হেসে) না তুমি বলো। আমি রাগ করবো না। .
স্বামী: তোমার গলা।
Dec 12
হায়রে কারেন্ট
Year: ১৯৯৫
1st : দোস্ত, কারেন্ট যায় কখন?
2nd : জানিনা দোস্ত, গতমাসে একবারগেছিল।
Year : ২০০৫
1st: দোস্ত কারেন্ট আসবেকখন?
2nd :আমাদের এলাকায় গেলে তোদের এলাকায় আসবে।
Year : ২০১৫
1st : দোস্ত, শুনলাম আজকেকারেন্ট আসবে?
2nd : মিছা কথা, আজকে রাজশাহীতে আইব, কালকে বরিশাল।
Year : ২০২৫
1st : দোস্ত,আগে নাকি কারেন্ট আসতো?
2nd : প্যাচাল না পাইড়া ঘুমা!! কারেন্টবলতে কিছু নাই… এইগুলান রুপকথা!!!
Year : ২০৩৫
1st : dost “কারেন্ট”..
2nd : গালি দিলি ক্যান?!!
Dec 12
শাড়ি,ব্লাউজ ও পেটিকোটটা খুলল
এক পাগলা গারদে নার্স একটা পাগলের কাছে গেল । গিয়ে
বললোঃ আমার শাড়ি খুলো । পাগলটা শাড়ি খুলল ।
তারপর বললোঃ আমার পেটিকোট খুলো । পাগলটা পেটিকোটও খুলল । তারপর
নার্স বললোঃ এবার আমার ব্লাউজটাও খুলো । বেচারা পাগলটা চাকরের মতো নার্সের শাড়ি,ব্লাউজ ও পেটিকোটটা খুলল ।
তারপর আবার নার্স বললোঃ আর কোনো দিন আমার কাপড় পড়বে না । ভাইয়েরা, প্রথমে যেই চিন্তা করেছিলেন , এইসব চিন্তা বাদ দেন । পারলে ভালোটাও একটু ভাইবা দেইখেন।
Dec 12
ম্যাডাম সো সুইট
ম্যাডামঃ সো সুইট!! কতো লক্ষ্মী একটা ছেলে তুমি!! আমি তো তোমাকে খুবই পছন্দ করি!!
বাচ্চাঃ তাহলে আমি আমার আম্মু আব্বুকে আপনার বাসাতে পাঠাই??
ম্যাডামঃ মানে!? বাসায় পাঠাবে মানে?? কেনো পাঠাবে??
বাচ্চাঃ মানে তারা যাতে আরও আলাপ আলোচনা করতে পারে!! এখুনি ঠিক করে ফেলা ভালো।। নইলে দেখা গেলো আপনি অন্যকাউকে আ জায়গা দিয়ে ফেললেন, আর আমার
তো তখন সর্বনাশ হয়ে যাবে!
ম্যাডামঃ কি সব আজেবাজে কথা বলছো ?
বাচ্চাঃপ্রাইভেটপড়ানোর জন্য ম্যাডাম! ম্যাডাম,


