আসামীর ছবি

বল্টু জীবনে প্রথম থানায় গিয়ে নোটিশ বোর্ডে কয়েকটি ছবি দেখে জিজ্ঞেস করলোঃ “এইগুলা কাদের ছবি?”
অফিসার বললঃ ” আসামীর ছবি, এদের গ্রেফতার করতেহবে। বল্টু একটু ভেবে ক্রুদ্ধ কন্ঠে, তাহলে ছবি তোলার সময় গ্রেফতার করলেন না কেন?

স্ত্রীরা এমন ই হয়

স্বামীঃ “দুবাই যাচ্ছি।
স্ত্রীঃ “আমার জন্য স্বর্ণের অলংকার নিয়ে এসো।
স্বামীঃ “আমেরিকা যাচ্ছি।

স্ত্রীঃ “আমার জন্য মেকআপ বক্স নিয়ে এসো।
.
.
স্বামীঃ “প্যারিস যাচ্ছি।

স্ত্রীঃ ” আমার জন্য পারফিউম নিয়ে এসো।
.
.
স্বামীঃ “জাহান্নামে যাচ্ছি।

স্ত্রীঃ “আমার জন্য চিন্তা করো না। তুমি নিজের খেয়াল রাইখো।

১ ঘণ্টায় ১০০০

১ সময় কোন এক এলাকার উপর দিয়ে ১ টি ২ সিটের প্লেন উরে যাওয়ার সময় হটাত প্লেনটা ভেঙে পরে,
তারপর সেই গ্রামের লোকজন খুব তাড়াতাড়ি উদ্ধার কাজে লেগে পরে,
তারা ১ ঘণ্টায় ১০০০ লোক উদ্ধার করে ফেলা,
কিন্তু পুলিশ ঘটনা স্থলে এসে ভাবে যে প্লেন হল ২ সিটের আর ১ ঘণ্টায় উদ্ধার হল ১০০০ জন,
এতে কিভাবে সম্ভব হল,
পরে তদন্তের মাধ্যমে জানা জায় যে প্লেন টা পরেছিল একটি কবরস্থান এর উপড়ে |

আজ অফিসে আসেনি

রেগেমেগে অফিস থেকে বাড়ি ফিরলেন শফিক।
শফিকের স্ত্রী বললেন, ‘কী হলো? আজ এত চটে আছো কেন?’
শফিক: আর বোলো না। প্রতিদিন অফিসে যে কর্মচারীর ওপর রাগ ঝাড়ি, সে আজ অফিসে আসেনি। মেজাজটাই খারাপ হয়ে আছে!

আলাদিনের চেরাগ

একবার একটা মেয়ে আলাদিনের চেরাগ পেল । ঘষা দিতেই দৈত্য হাজির… অতঃপর মেয়েটির তিনটি ইচ্ছা –
১ম ইচ্ছা ,আমাকে অনেক ধৈর্যশীল করে দাও ।
২য় ইচ্ছা ,পৃথিবীর যত প্যাচ আর কুটনামি শিখার এবং বুঝার ক্ষমতা দাও ।
৩য় ইচ্ছা ,এমন কিছু দাও যা কোনদিন শেষ হবে না ।
অতঃপর দৈত্যটা তাকে হিন্দী সিরিয়াল ও স্টার জলসা দেখতে বসিয়ে দিলো!