২ জন পাগল একটি পাগলা গারদে বসে ছিল। একজন ছিল গামছা পরা, আরেকজন ছিল ন্যাংটা। হঠাত্ গামছা পরা পাগল ন্যাংটা পাগলকে বলল, তুই তো দেখি একেবারেই পাগল হয়ে গেছিস!
ন্যাংটা পাগল : কেন?
গামছা পরা পাগল : আজ মন্ত্রী আসবে আমাদের পাগলা গারদ পরিদর্শন করতে আর তুই ন্যাংটা হয়ে বসে আছিস?
ন্যাংটা পাগল : এখন আমি কী করি বল তো?
গামছা পরা পাগল : নে ধর, অন্তত আমার গামছাটা পরে থাক।
Category: পাঁচমিশালী
Dec 11
ন্যাংটা পাগল
Dec 10
১লিটার রক্ত যৌতুক দাবি করছে
মন্টু একদিন দুপুরে বসে আছে। হটাৎ একটা মশা এসে মন্টুকে কামড় দিলো।:
মন্টু :- (রেগে গিয়ে) এখন দিনের বেলায়ও কামড় দিতে হবে?
মশা:- কি করমু সাহেব? গরীব মশা আমি। মা- বাবা হাসপাতালে ভর্তি। ঘরে বিয়ের উপযুক্ত বোন আছে। সেদিন তার বিয়ে ঠিক হইছে। ছেলে পক্ষ ১লিটার রক্ত যৌতুক দাবি করছে।
তাই ওভারটাইম করতেছি।
Dec 09
হারমোনিয়াম আর বন্দুক
হারমোনিয়াম আর বন্দুকের দোকান দিয়েছে আরিফ। দোকানে একদিন হাজির বন্ধু সুমন।
সুমন : কিরে, তুই তো দুইটা দুই প্রান্তের জিনিসের দোকান খুলেছিস! বিক্রিটিক্রি হয়?
আরিফ : হয় মানে? বলিস কী?
দুটোই সমানতালে বিক্রি হয়!
সুমন : কীভাবে?
আরিফ : কেউ হারমোনিয়াম কিনলেই কদিনবাদে তার প্রতিবেশী আসে বন্দুক কিনতে!
Dec 09
গরম কি আছে
একদিন এক লোক রেস্টুরেন্টে গেল—
লোকঃ এই, গরম কি আছে ?
বালকঃ বিরানী, খিচুরি, তেহারি।
লোকঃ আরো গরম কি আছে ? বালকঃ মোগলাই পরোটা, পুরি।
লোকঃ আরো গরম কি আছে ?
বালকঃ দুধ, চা, কফি।
লোকঃ আরো গরম কি আছে ?
বালকঃ (বিরক্ত হয়ে) আছে চুলার জ্বলন্ত কয়লা।
লোকঃ যা এক প্লেট নিয়া আয়।
বালকঃ কেনো? কি করবেন ?
লোকঃ বিড়ি জ্বালামু।
Dec 09
হায় রে কপাল।
এক দোকানে আগুন লেগেছে। এটা দেখে গাবলু চিন্তা করল, দোকানের ভেতর আটকে পড়াদের উদ্ধার করতে হবে। গাবলু আগুন পেরিয়ে দোকানের ভেতর ঢুকে ৬জনকে বাইরে বের করে আনল। কিছুক্ষণ পর পুলিশ এসে গাবলুকে ধরে নিয়ে গেল। তার বন্ধু থানায় গিয়ে পুলিশকে জিজ্ঞেস করল, ‘গাবলু তো আগুন থেকে মানুষকে উদ্ধার করেছে। সে তো কোনো অপরাধ করেনি।’ কথা শুনে পুলিশ রেগে গিয়ে বলল, ‘অপরাধ করেনি মানে? সে দোকান থেকে যাঁদের বাইরে নিয়ে এসেছে, সবাই ফায়ার সার্ভিসের কর্মী ।