Category: পাঁচমিশালী

অসম্ভব কে সম্ভব

জলিল ভাই কে একবার বলা হলঃ ভাই , অসম্ভব কে সম্ভব করা তো আপনের জন্য এক ক্লিকের কাজ,একটা কাজ কইরা দিবেন?
কি কাজ?…
আমারে এভারেস্টের মাথায় একটা চা-দোকান বানায়া দ্যান। ম্যালা ঠাণ্ডা তো, মুসা ভাইয়ের কাছে গরম গরম চা বেচুম।
: সরি , এটা বেসম্ভব কাজ, আমি শুধু অসম্ভব কাজগুলোই হ্যান্ডেল করি।
: তাইলে অন্য আরেকটা কাজ কইরা দ্যান, দুই নেত্রীরে সংলাপে বসান পিলিজ…।
জলিল ভাই কিছুক্ষণ খিঁচ মেরে চিন্তা করে বললেনঃ : লাল চা বেচবেন, না দুধ চা?

৮টাকার জন্য ফিগার নষ্ট

এক মুরগী বাজারে গিয়ে দোকানদারকে বলছে-
মুরগী:- একটা ডিম দিন তো।
দোকানদার:- তোমার লজ্জা করেনা? মুরগী হয়ে ডিম কিনতে আসছো?
মুরগী:- আমার স্বামী বলছে, ৮টাকার ডিমের জন্য নিজের ফিগার নষ্ট করে লাভ নাই। তাই ডিম কিনতে আসছি।

নামের পদবি।

১ম জনঃ” ভাই আপনার নাম কি?
২য় জনঃ” হরিপদ পাল । আপনার নাম কি?
১ম জনঃ ” নিতাই হালদার ।
৩য় জনকে লক্ষ্য করে ১ম জন বললঃ “ভাই আপনার নাম কি?
৩য় জনঃ ” আমার নাম গোপাল চন্দ্র গুন ।
৩য় জন মাঝিকে লক্ষ্য করে বললঃ “এই তোমার নাম কি?
মাঝিঃ ” আমার নাম রহিম উদ্দিন বৈঠা ।
২য় জনঃ ” তোমার নামের এই পদবিতো আগে শুনিনি ।
মাঝিঃ ” ছিলো না, তবে অহন হইছে কারণ আপনারা একজন পাল ধরছেন, একজন হাল ধরছেন, আর একজন গুন টানছেন, অহন লগি আর বৈঠা না হইলে নৌকা চলবো কেমন?

পাপলি পেদ না পাদা পাদি ভাল লাগে না

এক গ্রামে এক
ফেরিয়য়ালা বাস কর ত তার এক্তু সমসসা ছিল তা হল
সে মাঝে মাঝে কথায় কথায় প দিয়ে কথা বলত অনেক
দিন পর বিয়ে কর ল তার বৌ এর নাম ছিল
কাকলি কিন্তু ফেরিয়য়ালা বলত পাপলি অনেক দিন পর
ফেরিয়য়ালা এর শাশুরি মারা গেল এতে কাকলি অনেক
কাদ ছিল …. টাই ফেরিয়য়ালা বল্ল
.
.
.
.
.
.
.
পাপলি পেদ না পাদা পাদি ভাল লাগে না বলুন ত সথিক
বাক্ক তা কি?

দরবেশের সাথে বল্টুর দেখা !

দরবেশ : হক মাউলা হক….
তুই কি চাস ???
বল্টু : বাবা আমার একটা ছাগল হারিয়ে গেসে.. ২দিন ধইরা পাইতাসিনা …
দরবেষ : তুই একদম চিন্তা করিশ না.
তোর ছাগল এখন এই পোস্ট পারাতে…