ছেলেঃ বাবা, আমি ক্ষুধার্থ!
বাবাঃ হ্যালো ক্ষুধার্থ! আমি তোমার বাবা।
ছেলেঃ বাবা আমি সিরিয়াস।
বাবাঃ নাহ্! এইমাত্র বলেছ তুমি ক্ষুধার্থ!
ছেলেঃ উফ্! তুমি একটা জোকার।
বাবাঃ না…আমি তোমার বাবা।
Jun 12
ছেলেঃ বাবা, আমি ক্ষুধার্থ!
বাবাঃ হ্যালো ক্ষুধার্থ! আমি তোমার বাবা।
ছেলেঃ বাবা আমি সিরিয়াস।
বাবাঃ নাহ্! এইমাত্র বলেছ তুমি ক্ষুধার্থ!
ছেলেঃ উফ্! তুমি একটা জোকার।
বাবাঃ না…আমি তোমার বাবা।
Jun 11
পরিচিত রেস্টুরেন্টে খাওয়া শেষে খদ্দের
ওয়েটারকে ডেকে বলল, ‘তোমাদের আগের
বাবুর্চিটা মারা গেছে, তাই না?’
ওয়েটার অবাক হয়ে জিজ্ঞেস করে,
‘আপনি কি করে জানলেন, স্যার? খাবার
কি খারাপ হয়েছে?’
খদ্দের জবাব দেয়, ‘না…খাবার ঠিকই আছে…
তবে আগে সাদা চুল পেতাম,
ইদানীং কালো চুল পাচ্ছি।
Jun 10
পিচ্চি মেয়েঃ মাম্মি তুমি আমাকে মিথ্যা কথা
মাঃ কি বলেছি???
মেয়েঃ তুমি বলেছিলে যে, আমার ছোট বোন-
টা নাকি একটা পরী!!!!!
মাঃ হ্যাঁ, সে তো পরী-ই।
মেয়েঃ তাহলে একটু আগে আমি যখন ওকে ছাদ
থেকে নীচে ফেলে দিলাম তখন সে উড়ল না কেন??
Jun 10
বাবাঃ আমার জন্য একটা ড্রিঙ্কস
নিয়ে আসো তো দোকান থেকে ।
ছেলেঃ বাবা ঠাণ্ডা নাকি গরম ?
বাবাঃ ঠাণ্ডা অফকোর্স !
ছেলেঃ বাবা পেপ্সি নাকি কোক ?
বাবাঃ পেপ্সি ছেলেঃ বাবা বোতলের নাকি টিনের ?
বাবাঃ বোতলের ,
ছেলেঃ বড় বোতল নাকি ছোট বোতল ?
বাবাঃ ছোট বোতল ,
ছেলেঃ আচ্ছা বাবা নরমাল নাই ডায়েট ?
বাবাঃ ধুরু , লাগবে না যা পানি নিয়ে আস একটা ,
ছেলেঃ বাবা ঠাণ্ডা নাকি গরম ?
বাবাঃ অফকোর্স ঠাণ্ডা ,
ছেলেঃ বাবা খাওয়ার পানি নাকি ইয়ুজ করার
জন্য ?
বাবাঃ মাইর খাবি এখন !!
ছেলেঃ বাবা হাত দিয়ে নাকি লাঠি দিয়ে ?
বাবাঃ বেশি কথা বলস , যা ভাগ
সামনে থেকে ,
ছেলেঃ বাবা দৌড় দিয়ে ভাগব
না হেটে হেটে ?
বাবাঃ বেয়াদব , দিন দিন জানোয়ার হইতাসস !
ছেলেঃ কোন জানোয়ার ? কুত্তা নাকি বিলাই ?
বাবাঃ আমি এখন তোরে জবাই করবো ,
যা বলসি !!
ছেলেঃ বাবা চাকু দিয়ে নাকি বটি দিয়ে ?
বাবাঃ বটি দিয়ে !!
ছেলেঃ টুকরা টুকরা নাকি বড় বড় পিস ?
বাবাঃ হারামি তুই যাবি ??
ছেলেঃ বাবা একলা যাব নাকি তোমার
সাথে যাব ?
বাবাঃ তোর উপর থাডা পরুক !
ছেলেঃ বাবা ভুমিকম্প নাকি বজ্রপাত ?
বাবাঃ ওহ খোদা আমার হার্ট এ পেইন হচ্ছে !
ছেলেঃ বাবা হসপিটাল এ নিয়ে যাব
নাকি ডক্টর ডাকব ??
বাবাঃ পানি দে আমাকে
ছেলেঃ বাবা ঠাণ্ডা নাকি গরম ?
বাবাঃ নরমাল
ছেলেঃ বাবা খাবে নাকি ইয়ুজ করবে ??
………
আর লিখতে পারলাম না… লিখলেই বাপটা মরে যাবে
Jun 08
এক অবিবাহিত যুবক ফেসবুক এ
ইস্টেটাস দিল
আমি বিয়ে করতে চাই ।
২ জন মেয়ে লাইক দিল,
১০৬ জন পুরুষ কমেন্ট করল
আমার টা লইয়া জাও !
আমার টা লইয়া জাও !