Tag: চুল

গান্ধীজী’র চুল

বল্টুঃ ম্যাম! গান্ধীজী’র মাথায় চুল ছিলনা কেন??
ম্যামঃ কারণ উনি সবসময় সত্যি কথা বলতেন, মিথ্যা বলতেন না!
বল্টুঃ ও!তাইতো বলি…মেয়েদের মাথায় এতো চুল কেন!

সাদা চুল কালো চুল

পরিচিত রেস্টুরেন্টে খাওয়া শেষে খদ্দের
ওয়েটারকে ডেকে বলল, ‘তোমাদের আগের
বাবুর্চিটা মারা গেছে, তাই না?’
ওয়েটার অবাক হয়ে জিজ্ঞেস করে,
‘আপনি কি করে জানলেন, স্যার? খাবার
কি খারাপ হয়েছে?’
খদ্দের জবাব দেয়, ‘না…খাবার ঠিকই আছে…
তবে আগে সাদা চুল পেতাম,
ইদানীং কালো চুল পাচ্ছি।

চুল ছিড়ে নিবো..

শিক্ষক: পড়া না পারলে তোদের মাথার সব
চুল ছিড়ে নিবো..

ছাএ: তাই তো বলি আপনার মাথায়
কোনো চুল নেই কেন!!

বাচ্চাটার চুল সোনালি

বুড়ো লম্পট রিয়াদ সাহেব সত্তর বছর বয়সে কুড়ি বছরে এক সুন্দরী তরুণীকে বিয়ে করলেন।

বছর ঘুরতেই খোকা হলো তাদের।

হাসপাতালের নার্স মুচকি হেসে বললো, ‘বাহ রিয়াদ সাহেব, বেশ ফর্মে আছেন মনে হচ্ছে?’

রিয়াদ সাহেব গর্বিত হাসি দিয়ে বললেন, ‘পুরনো ইঞ্জিনটাকে চালু রাখলাম আর কি।’

আরো দুবছর পর আবার খুকি হলো তার।

নার্স আবারো মুচকি হাসলো। ‘হুম, রিয়াদ সাহেব, বেশ ফর্মে আছেন।’

রিয়াদ সাহেব আবারো গর্বিত হাসি দিয়ে বললেন, ‘পুরনো ইঞ্জিনটাকে চালু রাখলাম আর কি।’

বছর দুয়েক পর আবার খোকা হলো তাঁর।

নার্স কিছু বলার আগেই রিয়াদ সাহেব বললেন, ‘পুরনো ইঞ্জিনটাকে চালু রাখলাম আর কি।’

নার্স মুচকি হেসে বললো, ‘তাহলে এবার তেল পাল্টে নিন স্যার। আপনার এবারের বাচ্চাটার চুল সোনালি।’

চুল ওঠার ঔষুধ

স্বামীর অফিসে যাবার সময় স্ত্রী তার কাছে একটা ছোট প্যাকেট দিয়ে বললেন- এটাতেই তোমার লেডী টাইপিস্টের জন্য এক শিশি চুল ওঠার ঔষুধ আছে তোমার কোটে তার চুল খুব বেশী করে পাওয়া যাচ্ছে।