স্যার : বলতো কোন পাখির
ডানা আছে কিন্তু উড়তে পারেনা ?
বল্টু : মরা পাখি স্যার !
স্যার : বুঝেছি পড়াশুনা করিসনি ;
কালকে তোর
বাবাকে ডেকে আনবি বল্টু : আমার
বাবা কিন্তু একজন
গভর্নমেন্ট
স্যার : (নরম হয়ে) আচ্ছা, উনার নাম
কি ?
বল্টু : বাটার রেড গভর্নমেন্ট..
স্যার :মানে ?
বল্টু : বাটার
মানে মাখন, রেড
মানে লাল
আর গভর্নমেন্ট মানেসরকার । আমার
বাবার নাম মাখন লাল সরকার
স্যার : তোর মায়ের নাম কি ? বল্টু:
স্টার
মাইন্ড ওয়াইফ.. স্যার :
মানে ?
বল্টু : স্টার মানে তারা, মাইন্ড
মানে মন আর ওয়াইফ মানে বিবি ;
আমার মায়ের নাম তারামন বিবি…
স্যার : তোর দাদার নাম কি? বল্টু:
ফাদার
বাস.. স্যার : মানে ?
বল্টু : ফাদার মানে আব্বা আর বাস
মানে বাস; আমার দাদার নাম
আব্বাস..
Category: ছাত্র-শিক্ষক
May 21
বাটার রেড গভর্নমেন্ট।
May 18
একজন ফুটবল কোচ।
মনোবিজ্ঞানের ক্লাস চলছে। শিক্ষক
বললেন,
‘ধরো, একটা লোক কিছুক্ষণ চুপচাপ
চেয়ারে বসে থাকেন। হঠাৎ
লাফিয়ে উঠে চিৎকার-চেঁচামেচি করেন,
লাফালাফি করেন, হাত-
পা ছোড়াছুড়ি করেন।
কিছুক্ষণ পর আবার বসে পড়েন। এই
ব্যক্তি সম্পর্কে তোমাদের মন্তব্য কী?’
পেছন থেকে এক ছাত্র বলল,
:
‘তিনি নিশ্চয়ই
একজন ফুটবল কোচ।’
May 09
সংক্ষিপ্ত রুপ
শিক্ষকঃ বলত ছাত্ররা “দুর্নীতি দমন কমিশন” এর সংক্ষিপ্ত রুপ কি হয়?
এক ছাত্রঃ স্যর দুদক।
শিক্ষকঃ গুড । আচ্ছা বলত, “চোর দমন কমিশন” এর সংক্ষিপ্ত রুপ কি হবে?
উত্তরটা আপনারা দিন।
May 09
Unallow হলাম
টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক ছাত্র তার শিক্ষকের কাছে গেল।
স্যার, আমি কেন unallow হলাম?
এ-জন্যই তুমি disallow হয়েছ।
Nov 15
দাঁড়িয়ে ছিলাম
শিক্ষক : তোমার এত দেরি হল কেন?
ছাত্র : ঐ রাস্তাতে একজনের একটা পাঁচশো টাকার নোট হারিয়ে গেছিল।
শিক্ষক : আচ্ছা,তুমি তাকে টাকাটা খুঁজতে সাহায্য করছিলে?
ছাত্র : না , আমি টাকাটার ওপর দাঁড়িয়ে ছিলাম।