Category: ছাত্র-শিক্ষক

শত্তেন্দ্র নাথ দত্তের কবিতা

স্যার: ওই মোমিন ! … শত্তেন্দ্র নাথ
দত্তের ১টি কবিতা বল.. 😐

মোমিন :…(কিছুক্ষন চিন্তা
কইরা)

শত্তেন্দ্র নাথ দত্ত,
মাটির ভিতর গর্ত,
গড়তের ভিতর সাপ,
আরে বাপ রে বাপ..

ফেসবুকিং করছি

স্কুলপড়ুয়া ছেলেটা তার ফেসবুক স্ট্যাটাসে লিখল, ‘ক্লাসরুমে বসে বসে ফেসবুকিং করছি। হা হা…কী মজা।’
সঙ্গে সঙ্গেই কমেন্ট লিখলেন শিক্ষক, ‘বেরিয়ে যাও।’
শিক্ষকের কমেন্টে লাইক দিয়ে ছেলেটির মা লিখলেন, ‘আজকে আসো বাসায়। এই অপরাধের শাস্তিস্বরূপ তুমি আজ ঘর ঝাঁট দেবে, ঘর মুছবে এবং থালাবাসন ধুবে।’
মায়ের কমেন্টে লাইক দিল বাসার কাজের লোক!

চুল ছিড়ে নিবো..

শিক্ষক: পড়া না পারলে তোদের মাথার সব
চুল ছিড়ে নিবো..

ছাএ: তাই তো বলি আপনার মাথায়
কোনো চুল নেই কেন!!

আমাকে আমার মত থাকতে দিন

ক্লাশেঢুকে ঘুমিয়েপড়ল.
শিক্ষক: এই তুমি ঘুমাচ্ছ কেন?
ছাত্র: আমাকে আমার মত থাকতে দিন।
শিক্ষক: এমন করলেতুমি আর প্রথম
হতে পারবেনা।
ছাত্র: আমি নিজেকে নিজের
মতগুছিয়ে নিয়েছি।
ষক…………
শিক্ষক: তুমি এবারও কিন্তু
গণিতে ১০০ পাবেনা এমন করলে।
ছাত্র:যেটা ছিলনা ছিলনা সেটা না পাওয়াই
থাক……. সবপেলে ব্যর্থ জীবন।
শিক্ষক: তাহলে তুমি এখন ক্লাশেমন
দিবে না?
ছাত্র: না….না না না..না….
না….না না না..না

অংকে জিরো

এক ছেলে ফেসবুকে স্ট্যাটাস আপলোড
করেছে—
আজ স্কুলে অংক পরীক্ষার খাতা দিবে, তাই
স্কুলে যাইনি!
শিক্ষক সেখানে কমেন্ট করল
তুই অংকে জিরো পাইছস! দাঁড়া,একটু পরেই
খাতার ছবি আপলোড কইরাতোর
বাবারে ট্যাগ করতাছি!!!