৩ জন মাতাল রাতে একটা গাড়িতে উঠল
ড্রাইভার বোঝতে পারল
যে তারা মাতাল!!
ড্রাইভার গাড়ির ইঞ্জিন চালু করল
এবং সাথে সাথে বন্ধ করে ফেলল আর
তাদেরকে বলল
যে তারা নাকি গন্তব্যস্থলে পৌঁছে গেছে.
৩ মাতাল গাড়ি থেকে নামল তারপরঃ-
১ম মাতালঃ ধন্যবাদ.
২য় মাতালঃ নিন, ১০ টাকা বকশিস দিলাম।
তখন ৩য় মাতাল ড্রাইভারকে দিল
একটা থাপ্পর। ড্রাইভার মনে করল
যে লোকটা বোধ হয়
মাতাল না, হয়ত সবকিছু বোঝে ফেলেছে.
তবুও ড্রাইভার তাকে জিজ্ঞেস
করলঃ থাপ্পর মারলেন কেন??
৩য় মাতালঃ শালা, এত স্পীডে কি কেউ
গাড়িচালায়! মাইরাই তো ফালাইছিলি
Tag: bangla jokes
Jun 01
৩ মাতালের গাড়ী চলা।
Jun 01
বাহ ভালোই তো
আবুল তার ফ্রেন্ডকে বলছে
আবুল: দোস্ত, আমি আমার
গার্লফ্রেন্ডকে তার জন্মদিনের জন্য আমার বোনের
হীরার রিংটা চুরি করে গার্লফ্রেন্ডকে গিফট দিয়েছি।
বন্ধু আবুলকে জোরে একটা চড় দিয়ে: শালা,অনেক কষ্ট করে আমি এই
রিংটা কিনেছিলাম!
আবুল: এত রাগ করিস কেনরে বেকুব?
রিংটা তো তোর বাসায়ই গিয়েছে!
Jun 01
পশ্নের উত্তর
শিক্ষক :তুমি হোমওয়ার্ক করে আনো নি কেন?
ছাত্র : স্যার,লোডশেডিং। তাই আলো ছিলো না.
স্যার:মোমবাতি জ্বালালেই হতো
ছাত্র: স্যার, লাইটার ছিলো না
স্যার : লাইটার ছিলোনা কেন ?
ছাত্র: স্যার ,বাবা যে রূমে নামাজ পড়ছিলো ওখানে ছিলো
স্যার: তাহলে ..ওখান থেকে আনলে না কেন?
ছাত্র: স্যার,আমার ওজু ছিল না
স্যারঃ ওজু ছিল না কেন ?
ছাত্র :পানি ছিল না স্যার.
স্যার : কেন ছিল না ?
ছাত্র : মোটর কাজ করছিলো না!
স্যার : স্টুপিড মোটরে কি হয়েছিলো ?
ছাত্র : স্যার , শুরুতেই
তো আপনাকে বললাম ,
কারেন্ট
ছিল না।
Jun 01
মফিজ ভাইয়ের কলা
মফিজঃ ভাই কলা আছে ?
দোকানদারঃ না ।
১৫মিনিট পর মফিজ আবার গেছে….
মফিজঃ ভাই কলা আছে ?
দোকানদারঃ না ।
৩০মিনিট পরঃ ভাই কলা আছে ?
দোকানদার একটু রেগেঃ না ।
১ঘণ্টা পরঃ ভাই কলা আছে ?
দোকানদার বললঃ আপনারে কয়বার
বলব ?
বললামই তো কলা নাই !
১.৩০মিনিট পরঃ ভাই কলা আছে ?
দোকানদার রেগে বললঃ আরেকবার
আইলে আপনারে হাতুড়ি দিয়া বাড়ি দিমু
২ঘণ্টা পরঃ
মফিজঃ ভাই হাতুড়ি আছে ?
দোকানদারঃ না ।
মফিজঃ তাইলে কলা আছে ?
May 31
বাড়ি থেকে ১৮২৫ কি:মি: দূরে চইলা আইছি
পল্টুর ওজন বেড়ে যাওয়ায় ডাক্তারের
কাছে গেছে
ডাক্তার : প্রতিদিন ৫ কি:মি: করে দৌড়াবেন
তাহলে ১ বছরে ৫০ কেজি ওজন কমবে।
১ বছর পর পল্টু ডাক্তারকে ফোন করল:
.
.
.
পল্টু : ভাই, ওজন তো কমছে কিন্তু বাড়ি ফেরত
যামু কেমনে?
প্রতিদিন ৫ কি:মি:
দৌড়াইতে দৌড়াইতে বাড়ি থেকে ১৮২৫ কি:মি:
দূরে চইলা আইছি!