Tag: bangla jokes

লাল মিয়া বনাম সোনা মিয়া

লাল মিয়ার ইচ্ছা হলো বিদেশ ঘুরিতে যাইবে। অতএব লাল মিয়া তরিগরি করিয়া পাসপোর্ট করিতে দিলেন। কিছুদিন পর পাসপোর্ট হাতে পাইয়া লাল মিয়ার মাথা খারাপ। তার নামের জায়গায় লাল মিয়ার স্থলে সোনা মিয়া লিখা হইয়াছে। সে পাসপোর্ট অফিসে গিয়া বলিল, হুজুর আমার নাম ভুল হইয়াছে , ঠিক করিয়া দিন? হুজুর বলিল, এইভাবে হইবে না তোমাকে দরখাস্ত লিখে আবেদন করিতে হইবে। অতঃপর লাল মিয়া দরখাস্ত লিখিল।

জনাব,

আমি লাল মিয়া। আমার নাম ভুলবসত লালের পরিবর্তে সোনা হইয়া গিয়াছে। অতএব, হুজুরের নিকট আকুল আবেদন, আমার পাসপোর্ট এ সোনা কাটিয়া লাল করা হোক।

 

টিকেট

ট্রেনের টিকেটের জন্য গিয়ে দেখি টিকেট কাউন্টারের সামনে বিরাট বড় লাইন। কোনো টিকেট পাওয়া যাচ্ছেনা। এমন সময় এক লোক লাইন থেকে বেরিয়ে এসে বলল, শালা, এই ষ্টেশন মাষ্টারকে আমি খুন করব।এই বলে চলে গেলেন এবং তার
একটু পরেই তিনি ফিরে এলেন।

:কি ভাই, খুন করতে পারলেন?

:না ভাই।

:কেন?

:ওখানে এর চেয়েও বড় লাইন

অপরিচিত নারী

মার্কেটে কেনাকাটার সময় এক ভদ্রমহিলাকে বলছেন এক লোক, ‘এই যে শুনুন।’
ভদ্রমহিলা: বলুন
লোক: এখানে এসে আমি আমার স্ত্রীকে হারিয়ে ফেলেছি। আমি কি আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে পারি?
ভদ্রমহিলা: স্ত্রীকে হারিয়ে ফেলেছেন তো আমার সঙ্গে কথা বলতে চাইছেন কেন?
লোক: না মানে…আমি লক্ষ করেছি, যখনই আমি কোনো অপরিচিত নারীর সঙ্গে কথা বলতে নিই, তখনই কোথা থেকে যেন আমার স্ত্রী এসে হাজির হয়!

স্ত্রী কাঁদছে

বন্ধুর বাড়িতে বেড়াতে গেছেন শাকিল। গিয়ে দেখেন বন্ধুর স্ত্রী কাঁদছেন।
শাকিল: কিরে, তোর বউ কাঁদছে কেন?
বন্ধু: জানি না। জিজ্ঞেস করিনি।
শাকিল: ওমা! জিজ্ঞেস করিসনি কেন?
বন্ধু: আগে যতবার জিজ্ঞেস করিছি, প্রতিবারই আমাকে ফতুর হতে হয়েছে!

আই অ্যাম ডায়িং

এক লোক এসএমএস করেছে তার বউকে, ‘কী করছ সোনা?’
‘আই অ্যাম ডায়িং।’
লোকটি আনন্দে নেচে উঠে আবার লিখল, ‘সুইট হার্ট, আমি কী করে বাঁচব তোমাকে ছাড়া?’
‘দূর বোকা, আমি আমার চুল ডাই করছিলাম!’