Tag: নারী

অপরিচিত নারী

মার্কেটে কেনাকাটার সময় এক ভদ্রমহিলাকে বলছেন এক লোক, ‘এই যে শুনুন।’
ভদ্রমহিলা: বলুন
লোক: এখানে এসে আমি আমার স্ত্রীকে হারিয়ে ফেলেছি। আমি কি আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে পারি?
ভদ্রমহিলা: স্ত্রীকে হারিয়ে ফেলেছেন তো আমার সঙ্গে কথা বলতে চাইছেন কেন?
লোক: না মানে…আমি লক্ষ করেছি, যখনই আমি কোনো অপরিচিত নারীর সঙ্গে কথা বলতে নিই, তখনই কোথা থেকে যেন আমার স্ত্রী এসে হাজির হয়!

নারী পরুষ সমান অধিকার

গতকাইল আমগো এলাকার আবুল মামা বিয়ার আসর ছাইড়া পলাইছিল!!
আইজকা সকালে প্রেস ব্রিফিং -এ উনারে আবিয়াইত্তা সাংবাদিকরা একই প্রশ্ন করেন:

“বিয়ের আসর ছেড়ে পালায় তো মেয়ে মানুষেরা! আপনি পুরুষ মানুষ হইয়েও এই আকামডা করতে পরলেন?
একটুও কি সাহস ছিল না আপনার??”

আবুল মামার বলিষ্ঠ জবাব :

“প্রথমত- নারী পুরুষ কোন ভেদাভেদ নাই!:-P
মানে সমান অধিকার আর কি।

দ্বিতীয়ত- সাহস ছিল বইলাই বিয়া করতে গেছিলাম!
আবার তার চেয়ে বেশী সাহস ফিরা পাইছিলাম বইলাই ঐখান থেকা পলাইছিলাম!!”

তৃতীয়ত- বিয়া করা যেমুন ফরজ তেমুন জান বাঁচানও ফরজ!!