Tag: মা

মা ও ছেলের মধ্যে চ্যাটে কথোপকথন চলছে।

মা: হোমওয়ার্ক শেষ করেছ?
মা: ভাত খেয়ে থালাবাসন ধুয়ে রাখবে কিন্তু।
মা: দরজা-জানালাগুলো বন্ধ করেছ?
মা: জামাকাপড়গুলো ইস্ত্রি করে রাখো।
কাল খুব
সকালে স্কুলে যেতে হবে।
মা: শোন, তোমার বাবা আর আমি ঠিক
করেছি,
তোমাকে একটা ল্যাপটপ কিনে দেব।
ছেলে: সত্যি?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
মা: না। শুধু নিশ্চিত হলাম, তুমি ওপাশে আছ
কি না। ……..

আমি মা হতে চলেছি

মেয়ে : আমি মা হতে চলেছি,
মা : হারামজাদি, কোথায় গেছিলি বংশের মুখ কালো করার জন্য ? কার পাপ পেটে করে নিয়ে আসছস?? পড়ালেখার বয়সে কার সাথে আয়েস করে তোর বাপের মুখ উজ্জ্বল করছস??
কার সাথে মাস্তি করে এই পাপ ঘরে নিয়ে আসছস? বল তাড়াতাড়ি, নইলে সিমেন্টের সাথে দেয়ালে একেবারে প্যাকেট করে রেখে দেব!
মেয়ে(কাঁদতে কাঁদতে) : স্কুলের একটা নাটকে “মা”-এর অভিনয় করতে চলেছি আমি।

দেখ মা মাথা ঠিক নেই

এক লোক আফিস থেকে সন্ধায় বাড়ি ফেরার সাথে সাথে তার ছোট ছেলেটি লোকটির হাত ধরে টান দিয়ে বলল বাবা আমার জন্য চকলেট এনেছ, লোকটি মাত্র আফিস থেকে এসেছে মাথা এমনিতেই গরম-রাগের চোটে লোকটি ছেলেকে বলল সর শালার পো শালা।

লোকটির স্ত্রী রান্না করছিল, এই কথা শুনতে পেয়ে সে রান্না ঘর থেকে এসে স্বামীকে বলল একি তুমি নিজের ছেলেকে শালার পো শালা বলে গালি দিলে। ছেলেকে কউ শালা বলে।

স্ত্রীর কথা শুনে স্বামী স্ত্রী বলল দেখ মা মাথা ঠিক নেই!!!