Tag: ব্যবহার

পরিমিত পানি ব্যবহার করুন।

এক লোক টয়লেটে গিয়ে দেখলো , সেখানে লেখা,
আপনে যত্ত বরো হেডামইহন না ক্যান, এখানে আইসা আপনারে প্যান্ট খুলতেই হবে,সো ভাব কম নেন ঠিকাছে !!!!!
লোকটা চরম লজ্জিত হয়েঅন্য টয়লেটে গিয়ে বসলেন । আরামসে কাজ চালাচ্ছেন , এমন সময় দেখলেন, সেখানে লেখা,
.
এইযে ভাই , টয়লেট চেন্জ কইরা আসছেন ভাল, কিন্তু মনে রাখবেন , আপনার ফেলে যাওয়া বস্তু কোন চিত্রকল্প না যে মানুষরে দেখানোর জন্য রেখে যাবেন। সো পরিমিত পানি ব্যবহার করুন , কিপ্টামি করবেন না ,
ঠিকাছে !!!

যার যার ফোন ব্যবহার করি

ক মাসে বাসার ফোনবিল অস্বাভাবিকভাবে বেশি এল। বাসায় জরুরি মিটিং বসল।
বাবা বলল, ‘আমি গত মাসে বাসার ফোনটা একবারও ধরিনি। আমি সব ফোন করেছি অফিসের ফোন থেকে।’
তখন মা এসে বলল, ‘আমিও গত মাসে কোনো ফোন বাসা থেকে করেছি বলে মনে হয় না। আমার সমিতির অফিসের ফোনটাই আমি ব্যবহার করি।’
একমাত্র ছেলে এসে বলল, ‘আমার তো বাসা থেকে ফোন করার প্রশ্নই আসে না। কোম্পানি আমাকে মোবাইল বিল দেয়। আমি অফিসের সেই মোবাইল ব্যবহার করি।’
এরপর বাসার কাজের মেয়ে এসে বলল, ‘তাহলে তো কোনো সমস্যাই দেখি না। আমরা সবাই যার যার অফিসের ফোন ব্যবহার করি!

মোমের ব্যবহার

মহিলা হোষ্টেলে হঠাৎ বিদ্যুৎ নষ্ট হয়ে গেলে, ওয়ার্ডেন বিদ্যুৎ অফিসে ফোন করলো, ”হ্যালো বিদ্যুৎ অফিস? আপনার লোকজন কেশিগ্গির পাঠিয়ে দিন, মেয়েরা সবাই মোমবাতি ব্যবহার করছে!”

ছাতা ব্যবহার করে?

ক্রেতা: ঐ ভেড়ার লোমের কোটটা বৃষ্টিতে ভিজলে কি নষ্ট হয়ে যাবে?

বিক্রেতা: আপনার কি ধারণা ভেড়ারা বৃষ্টির সময় ছাতা ব্যবহার করে