মার্কেটে কেনাকাটার সময় এক ভদ্রমহিলাকে বলছেন এক লোক, ‘এই যে শুনুন।’
ভদ্রমহিলা: বলুন
লোক: এখানে এসে আমি আমার স্ত্রীকে হারিয়ে ফেলেছি। আমি কি আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে পারি?
ভদ্রমহিলা: স্ত্রীকে হারিয়ে ফেলেছেন তো আমার সঙ্গে কথা বলতে চাইছেন কেন?
লোক: না মানে…আমি লক্ষ করেছি, যখনই আমি কোনো অপরিচিত নারীর সঙ্গে কথা বলতে নিই, তখনই কোথা থেকে যেন আমার স্ত্রী এসে হাজির হয়!
Tag: নারী
Aug 03
অপরিচিত নারী
May 09
নারী পরুষ সমান অধিকার
গতকাইল আমগো এলাকার আবুল মামা বিয়ার আসর ছাইড়া পলাইছিল!!
আইজকা সকালে প্রেস ব্রিফিং -এ উনারে আবিয়াইত্তা সাংবাদিকরা একই প্রশ্ন করেন:
“বিয়ের আসর ছেড়ে পালায় তো মেয়ে মানুষেরা! আপনি পুরুষ মানুষ হইয়েও এই আকামডা করতে পরলেন?
একটুও কি সাহস ছিল না আপনার??”
…
আবুল মামার বলিষ্ঠ জবাব :
“প্রথমত- নারী পুরুষ কোন ভেদাভেদ নাই!:-P
মানে সমান অধিকার আর কি।
দ্বিতীয়ত- সাহস ছিল বইলাই বিয়া করতে গেছিলাম!
আবার তার চেয়ে বেশী সাহস ফিরা পাইছিলাম বইলাই ঐখান থেকা পলাইছিলাম!!”
তৃতীয়ত- বিয়া করা যেমুন ফরজ তেমুন জান বাঁচানও ফরজ!!