Tag: তবে

কথা শোনো তবে

বড় ভাই ছোট ভাইকে উপদেশেস্বরুপ বললো , তুমি যদি আমার আর তোমার ভাবীর কথা শোনো তবে তোমাকে প্রতিদিন দুটো করে চকলেট দেব । তাই ছোট ভাই সব সময় ভাই ভাবীর কথা শুনতো একদিন রাতে সবাই শুয়ে পড়ল আস্তে আস্তে ছোট ভাই বড় ভাইয়ের খাটের নিচে গিয়ে চুপ করে বসে পড়ল । পরদিন ছোট ভাইকে ধরে ফেললো এবং বললো আপনি না বলেছিলেন আপনার আর ভাবীর সব কথা শুনলে আমাকে চকলেট দিবেন । আমি কাল রাতেও তো তোমাদের সব কথা শুনেছি।

কিছু না ঘটে তবে

লন্ডনের হাউজ পার্কে বসে এক তরুন -তরুনী ভবিষৎতের সুখ স্বপ্ন রচনার বিভোর প্রেয়সীর হাতে জোরে চাপ দিয়ে পল বললো – আমি সব কিছু ভেবে রেখেছি । এমনকি তোমার জন্য একটা জীবন বীমা করে রেখেছি যাতে আমার ঘটলে তোমার কিছু অসুবিধা না হয়। সত্যিই কর সুন্দর তুমি পল …কিন্তু কিছু না ঘটে তবে আমার উপায় কিহবে ?