Tag: জাঙ্গিয়া

জাঙ্গিয়া ধরে টানুন

এক লোক দর্জির কাছে গেল প্যান্ট বানাতে। দর্জিকে মজুরি কত তা জিজ্ঞেস করছে-
লোক : আচ্ছা, ফুল প্যান্ট
বানাতে কত মজুরি পরবে?
দর্জি : ৫০০ টাকা।
লোক : হাফ প্যান্ট?
দর্জি : ২৫০ টাকা।
লোক : আর জাঙ্গিয়া?
দর্জি : ১০০ টাকা।
লোক : ঠিক আছে তাইলে আপনি আমাকে একটা জাঙ্গিয়া বানায় দেন। খালি জাঙ্গিয়ার ঝুল টা বাড়িয়ে পায়ের টাকনু পর্যন্ত করে দিয়েন। ওরে মাইরালা আম্রে কেও
মাইরালা।

শাহূখের জাঙ্গিয়া ৫০ টাকা।

কোলকাতার এক বাবু গেছেন জাঙ্গিয়া কিনতে
দোকানী:এটা নিয়ে যান,শাহরুখ খানও এই ব্র্যান্ড পরেন। মাত্র ৫০ টাকা।

বাবু : আরেকটু কমের মধ্যে দেখান
দোকানি : তবে এটা দেখুন,এটা মিঠুন দা পরেন। খুব আরাম, মাত্র ৩০ টাকা।

… বাবু:আরেকটু কম, বোঝেন ই তো। দোকানী : তবে এটা নিন দাদা, ১৫ টাকা মাত্র ।

বাবু : আরেকটু কম…আরেকটু….
দোকানী : তবে এক কাজ করুন,ধুতিটা খুলে রঙ করিয়ে নিন ।