Tag: চরম

চরম দুর্নীতি

এক জন বাস ড্রাইভার রাস্তায় নতুন একটা নোটিশ দেখে তা পড়ার জন্য বাস থামাল। সাথে সাথে ট্রাফিক এসে জিজ্ঞেস করল অই বেটা বাস থামালি কেন? দেখস না বাস থামান নিষেধ। নতুন লাগাইসেন, দেখার জন্যই তো থামাইলাম। বেয়াদপ, মুখে মুখেতর্ক করস? দে ৫০০ টেকা দে। ২য় দিন বাস ড্রাইভার আজ বাস না থামিয়ে চলে যাচ্ছিল, তবু ট্রাফিক থামাল। সার আইজ ত থামাই নাই আটকাইলেন ক্যান? থামাস নাই ঠিকই, তয় থামানের চিন্তা নিশ্চই করছস। এইহানে যাত্রী একটু বেশি পাওয়া যায়, তাই একবার চিন্তা করসিলাম। চিন্তা করলি ক্যান, দে ৫০০ টেকা দে । ৩য় দিন, বাস ড্রাইভার আজও বাস না থামিয়ে চলে যাচ্ছিল, ট্রাফিক থামাল। সার আইজ ত থামাই নাই থামানের চিন্তাও করি নাই, আইজ আটকাইলেন ক্যান? শালায় কয় কি! চিন্তা ভাবনা ছারাই নাকি গাড়ি চালায়, এই জন্যেই ত দুর্ঘটনা ঘটে, দে ৫০০ টেকা দে ।

চরম পাতলা

ডাক্তার আর রোগীর কথপথন-
-ডাক্তার সাহেব, আমার পাতলা পায়খানা…
-কেমন পাতলা?
-ভালই পাতলা?
-ভালই কেমন?
-খুব পাতলা
-খুব কেমন?
-চরম পাতলা
-চরম কেমন?
-মারাত্মক পাতলা
মহা বিরক্ত ডাক্তার
-আরে মিয়া কেমন পাতলা বলতে আপনার কি লজ্জা করছে?

ডাক্তারকে বোঝাতে না পেরে রোগী-
-এই ধরেন, মুখে নিয়া কুলি করতে পারবেন!

চরম ইন্টারভিউ

প্রশ্নকর্তা: একটা প্লেনে ৫০টা ইট
আছে,
একটা ইট ফেলে দিলে থাকে কয়টা?
প্রার্থী: এটা তো সোজা। ৪৯টা।
প্রশ্নকর্তা: আচ্ছা,
একটা ফ্রিজে হাতি রাখার
তিনটা স্টেপ কী কী?
প্রার্থী: ফ্রিজটা খুলুন, হাতিটা ঢোকান,
এরপর ফ্রিজের দরজা বন্ধ করে দিন।
প্রশ্নকর্তা: একটা ফ্রিজে একটা হরিণ
রাখার
চারটা স্টেপ কী কী?
প্রার্থী: ফ্রিজটা খুলুন, হাতিটা বের
করুন,
হরিণটা ঢোকান, এরপর ফ্রিজের
দরজা বন্ধ
করে দিন।
প্রশ্নকর্তা: বনে সিংহের
আজকে জন্মদিন।
সবাই এসেছে শুধু একজনছাড়া।
কে আসেনি এবং কেন?
প্রার্থী: হরিণ আসেনি। কারণ
সে ফ্রিজে।
প্রশ্নকর্তা: এক
বৃদ্ধা কুমিরভর্তি একটা খাল
পার হলো কোনো ক্ষতি ছাড়াই,
কীভাবে?
প্রার্থী: কারণ সব কুমির সিংহের
জন্মদিনে গিয়েছে।
প্রশ্নকর্তা: শেষ প্রশ্ন, তার পরও
বৃদ্ধা মারা গেলেন, কেন?
প্রার্থী: উমম…আমার মনে হয়,
তিনি খালের
পানিতে ডুবে গিয়েছিলেন?
প্রশ্নকর্তা: না, প্লেন
থেকে যে ইটটা পড়ে গিয়েছিল, সেটা তার
মাথায়
পড়েছিল, আপনি এখন আসতে পারেন…।