চরম দুর্নীতি

এক জন বাস ড্রাইভার রাস্তায় নতুন একটা নোটিশ দেখে তা পড়ার জন্য বাস থামাল। সাথে সাথে ট্রাফিক এসে জিজ্ঞেস করল অই বেটা বাস থামালি কেন? দেখস না বাস থামান নিষেধ। নতুন লাগাইসেন, দেখার জন্যই তো থামাইলাম। বেয়াদপ, মুখে মুখেতর্ক করস? দে ৫০০ টেকা দে। ২য় দিন বাস ড্রাইভার আজ বাস না থামিয়ে চলে যাচ্ছিল, তবু ট্রাফিক থামাল। সার আইজ ত থামাই নাই আটকাইলেন ক্যান? থামাস নাই ঠিকই, তয় থামানের চিন্তা নিশ্চই করছস। এইহানে যাত্রী একটু বেশি পাওয়া যায়, তাই একবার চিন্তা করসিলাম। চিন্তা করলি ক্যান, দে ৫০০ টেকা দে । ৩য় দিন, বাস ড্রাইভার আজও বাস না থামিয়ে চলে যাচ্ছিল, ট্রাফিক থামাল। সার আইজ ত থামাই নাই থামানের চিন্তাও করি নাই, আইজ আটকাইলেন ক্যান? শালায় কয় কি! চিন্তা ভাবনা ছারাই নাকি গাড়ি চালায়, এই জন্যেই ত দুর্ঘটনা ঘটে, দে ৫০০ টেকা দে ।

Leave a Reply

Your email address will not be published.