Tag: আবুলের

আবুলের রচনা

একবার ইংরেজি পরীক্ষার প্রশ্ন দেখে আবুলের চোখ তো ছানাবড়া।
রচনা পড়ে গিয়েছেন ‘মাই ফ্রেন্ড’ আর প্রশ্নে এসেছে ‘মাই ফাদার’।
ভাবছে, কী করা যায়? হুম্, পেয়েছি।শুধু ফ্রেন্ডের জায়গায় ফাদার বসিয়ে দিলেই তো খেল খতম !
তো এই ভেবেই ‘আবুল’ ইংরেজিতে ‘মাই ফাদার’ রচনা লেখা শুরু করলেন এভাবে,…
‘আমার অনেক”ফাদার” আছে, কিন্তু আবদুল আমার খুব প্রিয় একজন “ফাদার”।
আমার প্রিয়”ফাদার” আবদুল প্রায়ই আমাদের বাসায় আসে।
আমার মাও আমার প্রিয় “ফাদার” আবদুল’কে খুবপছন্দ করেন।’
রচনার একদম শেষে লিখে দিলেন, ‘অসময়ের “ফাদার’ ই” প্রকৃত “ফাদার”।

আবুলের কফি

আবুল তার বউকে নিয়ে কফি-শপে গেছে।
আবুলঃ কফিটা তাড়াতাড়ি শেষ করো, ঠান্ডা হয়ে যাচ্ছে।
বউঃ হোক, সমস্যা কি?
আবুলঃ আরে গাধী, মূল্যতালিকা দেখো। হট কফি- ২০ টাকা, কোল্ড কফি- ৫০ টাকা।
ঠান্ডা হয়ে গেলেই অযথা ৩০ টাকা বেশি দিতে হবে !!

আবুলের জোকস

আবুল সাহেবের ছেলে তাকে বলছেঃ
আচ্ছা বাবা ধর, তুমি সকালে হাঁটতে বের হয়েছ, পার্কের নির্জন রাস্তায়
হেঁটে যাচ্ছ. . . . . .
এমন সময় তুমি দেখলে রাস্তারমাঝে একটা চকচকে নতুন
একশ টাকার নোট, একটা পুরনো পাঁচশ টাকার নোট আর
একটা আরও পুরনো এক হাজার নোট পড়েরয়েছে, তুমি কোনটা তুলে নেবে??

আবুল সাহেবঃ উম্ম্ম. . . . .
এক হাজার টাকার নোট, পুরনো হলেও টাকা তো টাকাই!!

ছেলেঃ এই জন্যই মানুষ তোমারে নিয়া জোকস বানায়!
তিনটাই তো নিতে পার!