ছেলে দোকানদারকে বলল,এক প্যাকেট বিড়ি দেন তো!”
দোকানদার (অবাক হয়ে): “কি!! এই বয়সেই তুই বিড়ি খাওয়া শুরু করে দিলি ।
ছেলেঃ আরে না রে ভাই, বিড়ি তো আমার ছোট ভাইয়ের জন্য… আমাকে এক প্যাকেট গোল্ডলিফ দেন ।
Tag: এক
Jul 02
এক প্যাকেট গোল্ডলিফ দেন
Jun 14
এক রাতের ভাড়া ৫,০০০
খুব লাজুক এক ছেলে এক রেস্টুরেন্ট এ
গিয়ে দেখল
এক খুব সুন্দরি মেয়ে একা বসে আছে সে সাহস
করে সেই মেয়ের কাছে গেল আর
বলল “ আপনি যদি কিছু মনে না করেন
আমি কি আপনার পাশে বসতে পারি??
মেয়ে চিৎকার করে উঠল “ আপনি আমাকে
কি মনে করছেন?? আমি আপনার
সাথে রাত কাটাবো !! ননসেন্স”
সাথে সাথে রেস্টুরেন্ট এর সবাই ছেলেটির
দিকে ঘুরে তাকাল আর সবাই কড়া চোখে তার
দিকে তাকাল সেটা দেখে ছেলেটি খুব ই বিব্রত
আর লজ্জিত হল
সে চুপচাপ গিয়ে অন্য এক টেবিল এ বসেপড়ল!!
কিছুক্ষণ পর মেয়েটি ছেলের কাছে গিয়ে
ফিস ফিস করে বলল“ আমি মনোবিজ্ঞানের
ছাত্রী
তাই বিভিন্ন বিব্রতকর পরিস্থিতিতে মানুষ
কেমন
আচরন করে সেটা নিয়ে গবেষণা করছি কিছু
মনে করবেন না !”
তখন ছেলে চিৎকার করে বলে
উঠলো “কি ??? ৫,০০০ টাকা…!!
তোমার মত মেয়ের
এক রাতের ভাড়া এত নাকি…!
May 30
তিন পিঁপড়া এক হাতি
একবার গভীর বনে তিন
পিঁপড়া বসে আড্ডা দিচ্ছিল ।এই
সময় তাদের
সামনে দিয়ে একটা হাতি হেঁটেযা
প্রথম পিঁপড়াঃ চল,
শালারে মেরে গুম করে ফেলি!
দ্বিতীয়
পিঁপড়াঃ আরে থাক,
মেরে ফেলার দরকার নেই ! এর
চেয়ে চল মেরে হাত
পা ভেঙ্গে দেই !
.
তৃতীয় পিঁপড়াঃ আরে থাক থাক !
মাফ কইরা দে ! আমরা তিনজন, আর
বেচারা একলা !
May 14
এক মাস শেষ হচ্ছে।
কী রে অমন মন মরা হয়ে বসে আছিস কেন?
আর বলিস না, বউ বলেছে মদ খাওয়া না ছাড়লে এক মাস আমার সঙ্গে কথা বলবে না ।
বাঃ, এ তো বেশ ভাল কথা । এই এক মাস যত খুশি মদ খেতে পারবি।
আজই সে এক মাস শেষ হচ্ছে।
May 09
এক মুখে কিস
দেবতা একবার ইমরান হাসমীকে জিজ্ঞেস করলো, “তুমি পরের জন্মে কি হতে চাও?”
ইমরান হাসমী-” রাবণ”
দেবতা-“কেন?”
ইমরান হাসমী-” এক মুখে kiss
করতে করতে আর ভালো লাগে না”