সাইকিয়াট্রিস্টঃ আপনি নাকি ঘুমানোর আগে খুব জোরে বাঁশি বাজান?
মানসিক রোগীঃ না বাজিয়ে উপায় নেই ডাক্তার সাহেব, এই বাঁশির শব্দ শুনেই তো গণ্ডারগুলো ভয় পেয়ে যায় আর আমাকে আক্রমণ করতে আসে না।
সাইকিয়াট্রিস্টঃ কিন্তু বাংলাদেশের আশেপাশে শত মাইলে মধ্যে তো কোন গণ্ডার নেই। ॥
মানসিক রোগীঃ আমার বাঁশির শব্দ শুনে পালিয়েছে!
Aug 19
বাঁশির শব্দ
Aug 19
শেভিং রেজারটা
স্বামী এবং স্ত্রী খুব ঝগড়া করছে। এমন সময় স্ত্রী স্বামীকে রেগে-মেগে গিয়ে বলছে … … … “তুমি শুধু আমার বাড়ি, আমার টিভি, আমার ফ্রিজ, আমার সন্তান বল কেন???”
তুমি বলতে পারো না যে, “আমাদের বাড়ি, আমাদের টিভি, আমাদের ফ্রিজ, আমাদের সন্তান … ”
ঠিক তখনই স্বামী কি যেন খুঁজছিল। তাই দেখে স্ত্রী জিজ্ঞাসা করলো- কি খুজছো?
স্বামী তখন আমতা আমতা করে বলল- “ইয়ে মানে আমাদের শেভিং রেজারটা … “
Aug 19
টাইম-পাস
বল্টু তার গার্লফ্রেন্ড রিমির সাথে কথা বলছে… ।
বল্টুঃ “I LOVE U”.
রিমিঃ”I LOVE U TOO”।
বল্টুঃ কতটা ভালোবাসো তুমি আমাকে?
রিমিঃ যতটা ভালোবাসো তুমি আমাকে।
বল্টুঃ… – – “হারামজাদী (!) তার মানে তুই ও আমার সাথে টাইম-পাস করতেছোস
Aug 18
লাল মিয়া বনাম সোনা মিয়া
লাল মিয়ার ইচ্ছা হলো বিদেশ ঘুরিতে যাইবে। অতএব লাল মিয়া তরিগরি করিয়া পাসপোর্ট করিতে দিলেন। কিছুদিন পর পাসপোর্ট হাতে পাইয়া লাল মিয়ার মাথা খারাপ। তার নামের জায়গায় লাল মিয়ার স্থলে সোনা মিয়া লিখা হইয়াছে। সে পাসপোর্ট অফিসে গিয়া বলিল, হুজুর আমার নাম ভুল হইয়াছে , ঠিক করিয়া দিন? হুজুর বলিল, এইভাবে হইবে না তোমাকে দরখাস্ত লিখে আবেদন করিতে হইবে। অতঃপর লাল মিয়া দরখাস্ত লিখিল।
জনাব,
আমি লাল মিয়া। আমার নাম ভুলবসত লালের পরিবর্তে সোনা হইয়া গিয়াছে। অতএব, হুজুরের নিকট আকুল আবেদন, আমার পাসপোর্ট এ সোনা কাটিয়া লাল করা হোক।
Aug 18
২ ফেলটুস
সামিম পরিক্ষার ফলাফল আন্তে যাচ্ছে। হেতের বাবা বলল বাপ ফলাফল আন্তে জাইতাসস আবার যদি খারাপ আসে তাহলে আমারে বাপ ডাকবিনা। সে বলল জি আব্বা। অনেক সময় পর সে আসল।
বাপ জিজ্ঞাসা করল খবর কি?
সে বলল খারাপ। আবার পরের বছর ফলাফল আনবে। এভাবে ২৫ বছর পার হয়ে গেলো কিন্তু সামিম এইটেই থেকে গেলো।
পরের বছর ফলাফল নিয়া বাসায় আসলে বুয়া বলল ভাইজান ফল কি ভাল? সে বলল, খবর ভাল। বুয়া বলে আপনি পাশ করসেন।
না কাজি আনছি। চল বিয়া করি। তুমি আর আমি সেইম এইট এ পইরা আছি না মরজিনা। আমার মনে হয় না তমি ছাড়া আমাকে কেউ পছন্দ করব। বুয়া বলে তুমি আমারে নাম ধইরা কইলা চল বিয়া করি। তার পর ২ ফেলটুস হানিমুন করতে গেল।


