অভার টাইম

এক লোক ইন্টারভিউ দিবে।

প্রশ্নঃ আপনার বয়স কত?

উত্তরঃ জি ৩ না না ৩০ বছর

প্রশ্নঃ আগে কোনো চাকরি করেছেন?

উত্তরঃ জি করেছি।

প্রশ্নঃ কত বছর?

উত্তরঃ ৩৫ বছর।

প্রশ্নঃ কিভাবে সম্ভব? আপনার তো ৩০ বছর।

উত্তরঃ বুঝেন নাই, ওভার টাইম করেছি.

কী অদ্ভুদ

এক বাক্তি রক্ত নিয়া গবেষক। তিনি গবেষনা করেছে এবং তার ফলাফল লোকদের জানাবেন। তখন গবেষক এক উপস্থিত সভাতে বললেন রক্ত এক প্রকার তরল জাজক কলা। সেই শুনে এক লোক বলল তাইলে স্যার, কলা খাইলে রক্ত বারে আর মাইনসে কয় লাল শাক খাইলে রক্ত বাড়ে। হুদাই মিছা।

তখন গবেষক বললনারে গাধা অই কলা সেই কলা না সেই কলা অই কলা না। এইটাই তো আমার গবেষনা।

মায়া ও ছায়া

দুই বোন। মায়া ও ছায়া। বুলবুল ভালোবাসে মায়াকে। কিন্তু কথাটা মুখ ফুটে বলতে সাহস পায় না। একদিন খুব সাহস করে মায়ার হাত ধরে বলল, মায়া তুমি ছায়ার কাছ থেকে আমার একটা কথার জবাব এনে দেবে?
মায়া বলল, কী কথা?
বুলবুল বলল, এ মাসে ও আমার শালী হতে রাজি আছে কিনা?

আমায় ডেকেছিলে কেন?”

গোপালের দোতলা বাড়ি তৈরি হলে সে তার প্রতিবেশী এক ভাইপোকে ছাদের উপর দাঁড়িয়ে ডাকতে লাগলো, “রাখাল, ও রাখাল, কী করছিস ওখানে?” রাখাল বুঝলো, কাকা দোতলা বাড়ি দেখাচ্ছে। তাই সে কোন কথা বলল না। এর বহুদিন পর রাখালও নিজের চেষ্টায় ছোটখাট একটা দোতলা বাড়ি তৈরি করল। তারপর ছাদে উঠে ডাকতে লাগল, “কাকা কাকা, সে বছর আমায় ডেকেছিলে কেন?”

কি ভাবে বাচাব

একদিন শিক্ষক পরাচ্ছেন পানি এবং সাতার নেয়া।সার বল্লেন তরা যারা সাতার পারিস্না যারা দুবে যাবি বা অন্ন কন কারনে পানিতে পরবি বা যে কেউ পরলে তার ছুল ধরে উঠাবি পানি থেকে।ত সঙ্গে সঙ্গে বল্টু বলে উঠল সার আপ্নি পানিতে পরলে আম্রা কেউ কিন্তু আপ্নাকে বাচাতে পারবনা।সার বল্ল কেন আমি তদের শিক্ষক আর আমাকে বাচাবিনা কিন্তু কেন?বল্টু বল্ল কারন সির আপ্নার মাথাতে ত চুল ই নাই।তখন শ্রেনির সবাই হেসে উঠল…………হাহাহাহাহাহাহাহাহাহ ।সার কি শিক্ষা দেই