বাবা: খোকা, তুমি কাকে বেশি ভালোবাসো? বাবাকে না মাকে?
খোকা: দুজনকেই।
বাবা: উহু। যেকোনো একজনের কথা বলতে হবে।
খোকা: না। আমি দুজনকেই ভালোবাসি।
বাবা: আচ্ছা ধরো, তোমার মা গেল প্যারিসে, আর আমি যুক্তরাষ্ট্রে। তুমি কার সঙ্গে যাবে?
খোকা: মায়ের সঙ্গে।
বাবা: তার মানে তুমি মাকে বেশি ভালোবাসো?
খোকা: না। প্যারিস যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি সুন্দর।
বাবা: ঠিক আছে। ধরো, আমি গেলাম প্যারিসে আর তোমার মা গেল যুক্তরাষ্ট্রে।
খোকা: তাহলে আমি যুক্তরাষ্ট্রে যাব।
বাবা: এবার প্যারিসে যাবে না কেন?
খোকা: প্যারিস তো একবার মায়ের সঙ্গে ঘুরলাম, আবার তোমার সঙ্গে যাব কেন!
Dec 23
খোকা
Dec 18
দুই পায়ের মাঝে আছে নরক
রফিক কলেজ লাইফ পার করে ১ বছর হলো ভার্সিটিতে ঢুকেছে। কিন্তু লুইচ্চামির স্বভাবটা তার এখনও রয়ে গেছে। ইতিমধ্যে তার একটা গার্লফ্রেন্ডও জুটে গেছে। একদিন সে তার গার্লফ্রেন্ডকে পটিয়ে তার বাসায় নিয়ে গেল…
রফিকঃ তোমাকে একটা কিস করি?
গার্লফ্রেন্ডঃ কি!!! এজন্য আমাকে বাসায় নিয়ে এসেছো?
রফিকঃ চল সেক্স করি…
গার্লফ্রেন্ডঃ শয়তান, তুমি জাহান্নামে যাবে।
রফিকঃ তুমি স্বর্গে যেতে চাও??
গার্লফ্রেন্ডঃ কিভাবে?
রফিকঃ আচ্ছা বলত…শয়তান, নরক আর স্বর্গ কি?
গার্লফ্রেন্ডঃ জানি না…
রফিকঃ আমার দুই পায়ের মাঝে আছে শয়তান। আর তোমার দুই পায়ের মাঝে আছে নরক। শয়তানকে নরকে ঢুকাও… তুমি স্বর্গে চলে যাবে !!
Dec 18
BMW গাড়িতে ডেটিং
একটা ছেলে একটা মেয়ের সাথে BMW গাড়িতে ডেটিং করছে ..
ছেলেঃ সুইটহার্ট, আমি তোমার কাছ থেকে একটা ব্যাপার লুকিয়ে রেখেছিলাম ।
মেয়েঃ কি……..?
ছেলেঃ আমি বিবাহিত ।
মেয়েঃ ওহহহহ! তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছো । ভেবেছিলাম, তুমি বলবে এই BMW গাড়িটা তোমার নয়
Dec 18
আমার একটা পুরুষ দরকার
মিসেস পলির Husband বিদেশে থাকে। সে খুব হট হওয়ায় তার অবস্থা খুব খারাপ। একদিন তার পিচ্চি ছেলে তার রুমে ঢুকে দেখে সে কাপড় খুলে ওই জায়গায় হাত দিয়ে বলছে… “ঈশ্বর, আমার একটা পুরুষ দরকার” … “ঈশ্বর , আমার একটা পুরুষ দরকার” পরদিন তার ছেলে একই দৃশ্য দেখল।এভাবে কয়েকদিন সে ব্যাপারটি দেখল। সে মনে মনে ভাবল, ধুর, ঈশ্বর কিভাবে পুরুষ দিবে ?? তার পরেরদিন যখন সে স্কুল থেকে আসল তখন দেখে মিসেস পলির উপর একজন পুরুষ। সঙ্গে সঙ্গে সে তার ঘরে গিয়ে চিৎ হয়ে শুয়ে penis ধরে বলতে লাগল “ঈশ্বর,আমার একটা সাইকেল দরকার” “ঈশ্বর, আমার একটা সাইকেল দরকার”!! বুইঝ্যা মজা পেলে লাইক দিন।
Dec 15
স্বাধীন দেশ
১৯৭২ সালের ঘটনা। সদ্য স্বাধীন দেশ, পাকমোটর নামের জায়গটা হয়ে গেছে বাংলামোটর, পাকিস্তান অবজারভার হয়ে গেছে বাংলাদেশ অবজারভার। এমন আরও অনেক পরিবর্তন এসে গেছে। কিন্তু অনেক দিনের অভ্যাসবশত এক ভদ্রলোক রিকশাওয়ালাকে ডেকে বললেন, – ‘এই রিকশা, পাকমোটর যাবা?’ রিকশাওয়ালা ভদ্রলোকের ঠিক পেট বরাবর কষে একটা লাথি দিয়ে বলল, -‘এখনও পাকমোটর কস, এত্ত সাহস তর!’ প্রচণ্ড ব্যথায় অস্থির হয়ে ভদ্রলোক গেলেন ডাক্তারের কাছে, ডাক্তারকে জানালেন- ‘ডাক্তার সাহেব, কিছু একটা করেন, আমার বাংলাস্থলীতে প্রচণ্ড ব্যাথা!’


