চাকরির ইন্টারভিউ

দুইজন লোক গেল চাকরির ইন্টারভিউ দিতে…
প্রথমজন আগেই প্রশ্নকর্তাকে ঘুষ দিয়ে রাখছিলো!!

প্রশ্নকর্তা প্রথমজনকে প্রশ্ন করলেনঃ তুই ডগ বানান কর।

প্রথম জনঃ DOG.

প্রশ্নকর্তাঃ সাবাস।

এরপর তিনি দ্বিতীয় জনকে বললেনঃ তুই হিপোপটমাস বানান কর।

দ্বিতীয় জনঃ এটা তো পারি না।

প্রশ্নকর্তাঃ তুই পারিস নাই তুই বাদ। ওর চাকরি হয়া গেছে।

দ্বিতীয় জনঃ মানি না। আমারে কঠিনটা ধরছেন ওরে সহজটা ধরছেন।

প্রশ্নকর্তাঃ আচ্ছা ঠিক আছে আবার। এই তুই বল ১৯৭১ সালে বাংলাদেশে কতজন মারা গেছে?

প্রথম জনঃ ৩০ লক্ষ।

প্রশ্নকর্তাঃ সাবাস।…..

এরপর দ্বিতীয় জনকে বললোঃ তুই
ওই ৩০লক্ষ মানুষের নাম বল।

দ্বিতীয় জন বেহুশ!!

আমারে মাইরালা

বহু পুরোনো এক প্রাইভেট কারের নিলাম হচ্ছেঃ
– ১ লাখ
– ২লাখ
– ৩ লাখ
কাশেমঃ ভাই এই ভাঙ্গাচুড়া বজরা মার্কা গাড়ীর এমন কি বৈশিষ্ট্য আছে যে মানুষ এত দাম কইতাছে?
বিক্রেতাঃ এই গাড়ী এই পর্যন্ত ১০ বার বিক্রি হইছে এবং ১০ বারই Accident হইছে৷ আর প্রতি Accident এ বউরাই মারা গেছে৷
কাশেমঃ ৪ লাখ!
মাইরালাও কাশেমরে কেউ
মাইরালাও!

(No title)

বিয়ের রাতে বাসর ঘরে,
মাহি মলিকে বললঃ বিয়ের আগে আমি ১০ টা মেয়ের সাথে শুয়েছি!
মলি বললঃ আমি জানি!
মাহিঃ কেমনে?
মলিঃ স্বামী-স্ত্রীর চরিত্রতো একই রকম হয়, তাই নয় কি, আমিও।

অজুহাত

বাজার করতে গিয়ে এক লোক পড় গেল বন্ধুদের কপ্পরে | তাদের সঙ্গে আড্ডা দিতে দিতে দেরি হয়ে গেল | বাসায় ফিরলে বউ এখন স্লেজিং শুরু করবে, এই
কথা ভেবে তার গলা শুকিয়ে সাহারা মরুভূমি | তো অজুহাত কী দেওয়া যায় ভাবতে ভাবতেই দারুন বুদ্ধি পেয়ে গেল | বাড়ির কাছাকাছি আসতেই বাজারের ব্যাগথেকে চিংড়ি নিচে ছেড়ে দিল | বউ বাসা থেকে বের হয়ে সামনে আসতেই লোকটি চিংড়ি গুলোকে উদ্দেশ করে বলল,হাঁট হাঁট জোরে হাঁট | তোদেরকে হাঁটিয়ে আনতেই তো এতো দেরি হয়ে গেল…|

মহিলা অন্তর্বাস

এক পোলা গলির ভিতর দিয়া একমনে হাটতেছে। হঠাৎ তার মাথার উপড়ে ওপর থিকা উইড়া আইসা একটা মহিলা অন্তর্বাস (ব্রা) পরলো ! পোলাডার মেজাজ খারাপ হইয়া গেলো।

পোলাডা মনে মনে ভাবলো যে উপরে আম খাইতেছে একজন আর আমের খোঁসা ফেলতাছে আমার মাথার ওপর !!!