Category: প্রেমিক- প্রেমিকা

এক পায়ে নুপুর

গার্লফ্রেন্ড : জান একটা গান শুনাব শুনবে ?
বয়ফ্রেন্ড : হ্যা শুনাও ,
গার্লফ্রেন্ড : এক পায়ে নুপুর আমার.. অন্য পা খালি . . . . . .
বয়ফ্রেন্ড : হা হা হা ,
গার্লফ্রেন্ড : হাসলে কেন ?
বয়ফ্রেন্ড : যতই চালাকি কর না কেন আমি কিন্তু আর নুপুর কিনে দিতে পারব না ।

প্রথম পুরুষ LOL

এক মেয়ে নতুন ফেসবুক চালাচ্ছে !!! সে ভাবছিল Lot Of Love কে সংক্ষেপে LOL বলা হয় ! সে একদিন তার বয়ফ্রেন্ডকে একটা ম্যাসেজ পাঠাইলো! সেটা দেখে তার বয়ফ্রেন্ডের জ্ঞান হারানোর ম্যাসে !!! ম্যাসেজ টা ছিল তুমি ই আমার জীবনে প্রথম পুরুষ LOL।

বিয়ের আগে এক বিছানায়

বল্টু এক ঋষির কাছে গিয়ে জিগ্যেস করল-
বল্টু : আচ্ছা ঋষি বাবা, বিয়ের আগে যদি প্রেমিক প্রেমিকা রাতে এক বিছানায় ঘুমায় তাহলে কি পাপ হয়?
ঋষি : ঘুমালে তো পাপ হয় না বৎস, কিন্তু সমস্যা হল তোরাতো ঘুমাস না!

লুকিয়ে লুকিয়ে

বয়ফ্রেন্ড ও গার্লফ্রেন্ডের কথোপকথন…
বয়ফ্রেন্ডঃ এই, আমি না লুকিয়ে লুকিয়ে তোমার ‘ওইটা’ দেখে ফেলছি।
গার্লফ্রেন্ডঃ ছি, ইতর। আমি তোমাকে ভালো ছেলে ভেবেছিলাম। ভেবেছিলাম তুমি অন্য রকম। কিন্তু এখন দেখছি তুমিও অন্যান্য ছেলেদের মতোই অসভ্য।
বয়ফ্রেন্ডঃ ইয়ে মানে, তুমি রেজাল্ট কার্ডে ফিজিক্সে F কে A বানাচ্ছিলে আমি পিছন থেকে সেটা দেখে ফেলেছিলাম। কিন্তু তার সাথে যে ইতর অসভ্যের মিল আছে জানা ছিল না।
গার্লফ্রেন্ডঃ এই জানু, আমার হাতটা একটু ধরবে। একটা কবিতা শোনাও না, অনেকদিন তোমার কাঁধে মাথা রেখে কবিতা শুনি না। আর রেজাল্ট কার্ডের কথাটা আমার বান্ধবীদের বোলো না প্লীজ।

আরেহ উজবুক

ভার্সিটির এক ছেলে এক মেয়েকে টিজ করার উদ্দেশ্যে বলছে-
ছেলেঃ যাইবা নাকি কাজী অফিস?!
মেয়েঃ চল!
ছেলেঃ কই যামু?!
মেয়েঃ প্রিন্সিপালের কাছে!
ছেলেঃ ওমাহ্! আপু আপনের  লগে কি একটু মশকরাও করা যাইবনা!
মেয়েঃ আরেহ উজবুক, ছুটি নিতে….।