একটি গাভির সামনে দিয়ে একটি বিড়াল হেটে যাচ্ছিল।
গাভি: ইস! যেই না পুচকে ছোড়া, আবার গোফ রেখেছে, শরম করে না?
বিড়াল: এতো বড় ধাড়ী মেয়ে, গায়ে ওড়না পরে না, শরম করে না??
Category: পাঁচমিশালী
Jan 20
ওড়না কই
Jan 20
পুরাই সারপ্রাইজ
বল্টুর বাপ, মকবুল বিদেশ থেকে দেশে ফিরছে ৷৷
মকবুল: বল্টু তোর মা কই??
বল্টু: আব্বা, মা তো কাশেম কাকার লাগে পালাইছে ৷৷
মকবুল: হারামজাদা, আমারে আগে কস নাই কেন??
বল্টু: না ভাবছিলাম, সারপ্রাইজ দিমু……
Jan 18
পেসেঞ্জার
বিমান চলছে। এক পেসেঞ্জার হঠাৎ করে হুরমুর করে প্লেনের চালকের ঘরে ঢুকে পড়লো। চালকতো অবাক। চালককে আরোও অবাক করে দিয়ে লোকটা চালকের হেডফোনটাকে ছিনিয়ে নিল।
তারপর লোকটা বলল, “হারামজাদা! আমরা টাকা দেব আর তুমি এইখানে বইসা কানে হেডফোন লাগাইয়া গান শুনবা!!!”
Jan 18
জিজ্ঞেস করেনি
এক ভদ্রলোক এসে পুলিশকে জিজ্ঞেস করলেন, ‘আমি কি এখানে গাড়িটা পার্ক করতে পারি?’
: না।
তাহলে এই গাড়িগুলো এখানে কেন?
: যারা রেখেছে, তারা কেউ আমাকে জিজ্ঞেস করেনি।
Jan 18
আমি ঘরজামাই
আবুলকে কাঁদতে দেখে, পল্টু এগিয়ে গিয়ে বললো ‘কি কাঁদছিস কেনো?
আবুল: বৌ এর দুঃখে!
পল্টু: কেন? কি হয়েছে?
আবুল: জানো, পল্টু আমার বৌ এর না অনেক দুঃখ। সে না আমার উপর রাগ করে বাপের বাড়ি যেতে পারে না।
পল্টু: কেন পারে না?
আবুল: আমি ঘরজামাই।