Category: পাঁচমিশালী

ডাক্তার

ডাক্তারের কাছে গিয়ে শফিক দেখল,
চেম্বারের দরজায় বড় করে লেখা আছে,
‘প্রথমবার ৫০০ টাকা, এরপর ৩০০ টাকা।’ ২০০
টাকা বাঁচাতে সে মনে মনে একটা বুদ্ধি আঁটল।
ডাক্তারের রুমে ঢুকেই বলল, ‘ডাক্তার সাহেব,
আবার এলাম। আমার অসুখ তো ভালো হলো না।’
ডাক্তার ভ্রু কুঁচকে তাকালেন। মনোযোগ
দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করলেন। তারপর
বললেন, ‘আগে যে ওষুধগুলো দিয়েছিলাম,
সেগুলোই চলবে। এবার ঝটপট ৩০০ টাকা দিন।

আমারে মাইরালা

বহু পুরোনো এক প্রাইভেট কারের নিলাম হচ্ছেঃ
– ১ লাখ
– ২লাখ
– ৩ লাখ
কাশেমঃ ভাই এই ভাঙ্গাচুড়া বজরা মার্কা গাড়ীর এমন কি বৈশিষ্ট্য আছে যে মানুষ এত দাম কইতাছে?
বিক্রেতাঃ এই গাড়ী এই পর্যন্ত ১০ বার বিক্রি হইছে এবং ১০ বারই Accident হইছে৷ আর প্রতি Accident এ বউরাই মারা গেছে৷
কাশেমঃ ৪ লাখ!
মাইরালাও কাশেমরে কেউ
মাইরালাও!

রসগোল্লা

মেয়ে প্রথম স্কুলে জাবে তাই মা মেয়েকে বলল সবার সাথে মিসটি করে কথা বলতে। সকলে গিয়ে
টিচার : এই মেয়ে তোমার নাম কি?
মেয়ে : জিলাপি
টিচার :(আশ্চর্য হয়ে) আজব নাম তো . তোমার বাবার নাম কি?
মেয়ে : রসগোল্লা।
টিচার : (আরো আশ্চর্য হয়ে) তোমার মায়ের নাম কি?
মেয়ে : সন্দেশ।
টিচার : (বিরক্ত হয়ে) তোমরা থাকো কথায়?
মেয়ে : কেনো মিস্টির দোকানে।
টিচার : বেহুঁশ।

গাধার উত্তর

বনের ভেতর এক বাঘের বিয়ে। সেই খুশিতে বনের সব পশুই নাচ-গান শুরু করেছে। বনের এক কোণায় একটা গাধার নাচ দেখে এক বাঁদর তাকে জিজ্ঞেস করলো, ‘আরে গাধা ভাই,
তুমি অযথা নাচছো কেন?’ গাধা রেগে বলল, ‘এই বনে আজ আমার ছোট ভাইয়ের বিয়ে। আমি নাচবো না তো নাচবেটা কে, শুনি?’ বাঁদর আবারও প্রশ্ন করল, ‘বাঘ আবার কবে থেকে তোমার ভাই হলো?’ ‘আরে বাঁদর, বিয়ের আগে আমিও বাঘ ছিলাম। বাঘের ক্ষেত্রেও তো একই ঘটনা ঘটবে। তাহলে সে তো আমার ভাই-ই হবে, নাকি?’
—গাধার উত্তর।

চাইনিজ

এক পাগল এক চাইনিজকে জিজ্ঞেস করছে, তুমি কি আমেরিকান?
চাইনিজ: না…আমি চাইনিজ।
পাগল: তুমি আমেরিকান না?
চাইনিজ: না, আমি চাইনিজ।
পাগল: মিথ্যা বলছ, তুমি অবশ্যই আমেরিকান।
চাইনিজ লোকটি শেষে বিরক্ত হয়ে বলল, হ্যাঁ বাবা। আমি আমেরিকান। খুশি?
পাগল: কিন্তু চেহারা দেখে তো মনে হচ্ছে তুমি চাইনিজ!