Category: স্বামী-স্ত্রী

বাসর রাতে বউ জামাই

বাসর রাতে বউ জামাই কে বলল..
বউঃ “কর”।
জামাইঃ কি করব? আমি তো কিছু জানি না।
বউঃ কোনো ব্যাপার না। আমি যা করব তুমিও তাই করবা, কেমন??
জামাইঃ ঠিক আছে।
(বউ শাড়ী খুলল, দেখে দেখে জামাই শার্ট খুলল, বউ সায়া খুলল, জামাই তার প্যান্ট খুলল।
জামাইঃ তারপর?
এবার বউ প্যান্টি খুলল, জামাই তার underwear খুলল। বউ চিৎ হয়ে শুইলো। জামাইও তাই করলো।)
জামাইঃ এখন??
বউ এবার দুই পা ফাক করলে জামাইও তার দুই পা ফাক করলো…
জামাইঃ এরপর??
বউঃ রাগ হয়ে… এইবার এমন কর, তুমি বাইরে গিয়ে দুইজন পুরুষ ডেকে নিয়ে আসো, একটা তোমার জন্য আর একটা আমার জন্য!!

স্ত্রীরা এমন ই হয়

স্বামীঃ “দুবাই যাচ্ছি।
স্ত্রীঃ “আমার জন্য স্বর্ণের অলংকার নিয়ে এসো।
স্বামীঃ “আমেরিকা যাচ্ছি।

স্ত্রীঃ “আমার জন্য মেকআপ বক্স নিয়ে এসো।
.
.
স্বামীঃ “প্যারিস যাচ্ছি।

স্ত্রীঃ ” আমার জন্য পারফিউম নিয়ে এসো।
.
.
স্বামীঃ “জাহান্নামে যাচ্ছি।

স্ত্রীঃ “আমার জন্য চিন্তা করো না। তুমি নিজের খেয়াল রাইখো।

টিপতে চাও কিন্তু পারো না

স্ত্রী: আচ্ছা আমার শরীরের কোন জিনিসটা তুমি সবসময় টিপতে চাও কিন্তু পারো না?
স্বামী: বলবো না, তুমি রাগ করবে।
স্ত্রী: (হেসে) না তুমি বলো। আমি রাগ করবো না। .
স্বামী: তোমার গলা।

স্বামী বেহুঁশ

স্বামী তার গর্ভবতী স্ত্রীর খোঁজ নেওয়ার জন্য হাসপাতালে ফোন করলো। কিন্তু সে ভুলে ক্রিকেট স্টেডিয়ামে ফোন করে জিজ্ঞেস করলো?
স্বামী :- এখন অবস্থা কেমন? আর, উত্তর শুনে তো স্বামী বেহুঁশ ওপাশ থেকে উত্তর দিলো, অবস্থা ভালই ৩জন আউট হইছে। আর আশা করি বাকি ৭জন লাঞ্চের পরে আউট হবে।

আমাদের বিয়ের DVD

স্বামী রুমে বসে বসে DVD দেখতেছিলো। আছানাক জোরে জোরে চিল্লাতে চিল্লাতে বলতে লাগলো ooowwwwww noooooooooooooo!!! গাড়ি থেকে নামিস না! গাড়ি থেকে নামিস না!! গাড়ি থেকে নামলে তুই সর্বনাশ হয়ে যাবি পাগোল! গাড়ি থেকে নামলে তোর জীবনের সুখ সান্তি নস্ট হয়ে যাবে!! স্বামীর উত্তেজিত কণ্ঠে চিল্লা চিল্লি সুনে স্ত্রী এসে বলল।
কি ব্যাপার DVD তে কি দেখে এতো চিল্লাচ্ছ?
স্বামী নরম গোলায় বললঃ- আমাদের বিয়ের DVD