এক নব দম্পতির বিয়ের রাতে জামাই বৌকে বলছে, ‘আমি বাসায় আমার যখন ইচ্ছা, যেকোন সময়, যত রাত করেই হোক আসব, আর তুমি এ নিয়ে কোন সমস্যা করতে পারবে না। আর আমি যখনই বাসায় আসি টেবিলে খাবার রেডী দেখতে চাই। আর আমি ছুটির দিনে, মাছ ধরতে, বন্ধুদের সাথে আড্ডা দিতে, তাস খেলতে গিয়ে যতক্ষন ইচ্ছা থাকব, রাতে নাইট ক্লাবে যাব…তুমি কিছুই বলতে পারবে না। এগুলো আমার রুলস। কোন কমেন্ট?’
‘আমার এতে কোন আপত্তি নেই, কিন্তু মনে রাখবে, তুমি বাসায় থাক বা না থাক বাসায় প্রতি সন্ধ্যা সাতটায় আমার সেক্স চলবে…এটা আমার রুলস।’ বউয়ের জবাব।
Category: স্বামী-স্ত্রী
Mar 14
এটা আমার রুলস
Mar 12
দুধ খায় না
হারু নতুন বিয়ে করেছে। শশুর বাড়ি বেড়াতে গেছে, জামাই’কে দেখে শাশুরি মেয়ে কে বলছে, ক্যা রে মা জামাই দেখি শুকায়ে গেছে, জামাই কি দুধ খায় না?
মেয়ে বলছেঃ খাই না মা ।
খালি নারেচারে আর বোলায়।
Mar 12
বউ এর রচনা
“বউ এর রচনা”
☞ বউ একটি গৃহপালিত প্রানী।
☞ এরা গিন্নী নামেও পরিচিত।
☞ এরা সাধারন মানুষের মত।
☞ হাত,পা, নাক, কান সবই আছে।
☞ তবে জিনগত সূত্রে চাপা বলে একটা জিনিস পেয়েছে।
☞ পাশের বাসার ভাবীর সাথে চাপা বাজিতে এরা অতুলনীয়।
☞ আর হিন্দী সিরিয়াল এদের কাছে কেএফসি’তে মুরগী খাওয়ার চেয়েও উত্তম।
☞ হাজব্যাণ্ড সাথে ঝগড়া করে জয়লাভ না করা পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবে।
☞ হাজব্যান্ড একটু রাত করে বাসায় ফিরলে হাড়ি,পাতিল যা কিছু আছে।
☞ সব আলোর বেগে ছুরে মারতে কোন দিধা নেই এদের।
☞ আর কথায় কথায় বাপের বাড়ি চলে যাওয়ার আল্টিমেটাম তো আছেই।
☞ আর তাদের একটা চিরন্তন বানী হচ্ছে, তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবনটা শেষ।
☞ তুমি জানো আমার জন্যে কত ডাক্তার, ইঞ্জিনিয়ার এসেছিল।
☞ কলেজে থাকতে কত প্রেমপত্র পেয়েছি।
☞ শেষমেষ বাবা তোমার মত রাম ছাগলের কাছে বিয়ে দিল।
☞ তারপর কেঁদে কেঁদে নাকের পানি চোখের পানি এক করবে।
☞ আর নারী নির্যাতনের কেইস করার হুমকি দিবে।
==আর এরাই হল সত্যি কারের বউ==
Mar 07
চারটে বেজে গেছে, উঠে পড়ো
স্বামী আর স্ত্রীর মধ্যে প্রচন্ড ঝগড়া। মুখ দেখা, কথা বন্ধ। রাতে শুতে যাওয়ার সময় স্বামীর মনে পড়ল পরের দিন ভোরবেলা ফ্লাইট। এদিকে স্বামী বেচারা সকালে উঠতে পারে না। সাত-পাঁচ ভেবে সে একটি কাগজে লিখল… “কাল সকাল চারটার সময় ডেকে দিও” কাগজটা স্ত্রীর বালিশের কোণায় চাপা দিয়ে স্বামী নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল।
পরের দিন সকালে সাড়ে আটটার সময় স্বামীর ঘুম ভাংল। সময় দেখে তার তো চক্ষু চড়কগাছ। রেগেমেগে চিৎকার করে স্ত্রীকে ডাকতে গিয়ে তার নজরে পড়ল বালিশের পাশে একটা চিরকুট। খুলে দেখল লেখা আছে… “চারটে বেজে গেছে, উঠে পড়ো।”
Mar 01
স্বাগত স্বাগত স্বাগত
স্বামী গভীর রাতে বাসায় আসলো। আস্তে করে বেডরুমের দরজা খুলে বিছানার দিকে তাকাতেই দেখতে পেল কম্বলের নিচ দিয়ে দুই জোড়া পা দেখা যাচ্ছে। তার মাথায় মুহূর্তেই রক্ত
চড়ে গেল। পাশে থাকা একটি বেসবল ব্যাট দিয়ে ইচ্ছামত ১০-১৫ মিনিট পিটিয়ে ক্লান্ত হয়ে ডায়নিং রুমে গেল পানি পান করতে। গিয়ে দেখল তার স্ত্রী সেখানে খাবার নিয়ে বসে আছে!!! তাকে দেখে স্ত্রী বললঃ “তোমার ভাই-ভাবী ঘন্টা দুই আগে এসেছেন। আমি আমাদের বেডরুমে উনাদের থাকতে দিয়েছি। আশা করি তুমি ওঁদের স্বাগত জানিয়ে এসেছো!