Category: প্রাপ্ত বয়স্ক

লেজ

একবার টারজান গাছের
ডালে ঝুলে ঝুলে যাচ্ছিল। হঠাৎ
তার পেন্টিটা একটা ডালে
বেধে খুলে গেলো। তাই দেখে বনের
সব
প্রাণীরা হাসতে লাগলো। তখন
টারজান বানরকে বললঃ
হাসছো কেন….
বানর বললঃ “আমার জীবনে এই
প্রথম কোন প্রাণী দেখলাম যার
সামনে লেজ আছে”।

পেত্নী

আবুল তার
বউকে নিয়ে কক্সবাজারে ঘুরতে গ
সন্ধ্যাবেলা সি-বীচ
থেকে ঘুরে এসে তারা হোটেলের
রুমে গেল। আবুলের বউ
রুমে গিয়েই
বাথরুমে ঢুকল।
এমন সময় এক
সুন্দরী মেয়ে তাদের
রুমে এসে আবুলকে একা দেখে বলল
আপনার কি কিছু লাগবে?
আবুল না বলে মেয়েটিকে বিদায়
করে দিল।
আবুলের বউ বাথরুম
থেকে এসে বললঃ কে এসেছিল?
আবুল
বললঃ একটা বাজে মেয়ে এসেছিল।
বিদায় করে দিয়েছি।
আবুলের বউ রেগে গিয়ে বললঃ এই
শোন, তোমরা ছেলেরা সুযোগ
পেলেই
মেয়েদের বাজে বলো কেন? কই,
আমি তো শূনলাম, মেয়েটা তোমার
কিছু
লাগবে কি-না,
তা জানতে এসেছিল।
আবুল কিছুতেই বউকে বিশ্বাস
করাতে পারলোনা যে,
মেয়েটা খারাপ।
তাই, সে বাধ্য হয়ে বললঃ ঠিক
আছে,
আমি ঐ মেয়েটাকে আসতে বলছি,
তুমি খাটের নীচে লুকিয়ে পড়ো।
আবুলের বউ লুকিয়ে পড়লো, আবুল
ম্যানেজারের কাছে ফোন
করে মেয়েটাকে পাঠাতে বললো।
মেয়েঃ স্যার, আপনার কি কিছু
লাগবে?
আবুলঃ আমি খুব একা বোধ করছি।
মেয়েঃ আমাকে ৮০০ টাকা দিন।
আমি আপনার সব একাকীত্ব দূর
করে দিবো।
আবুলঃ তোমার মত মেয়ে ৮০০
টাকা!
১০০ টাকার ১ পয়সাও
বেশি পাবেনা।
মেয়েটা সরি বলে চলে গেল।
এবার আবুলের বউ বিশ্বাস করলো।
একটু পরে আবুল আর তার বউ
ডিনারে যাচ্ছে, তখন ঐ মেয়েটার
সাথে দেখা।
মেয়েটা আবুলকে বলে উঠলো
স্যার, ১০০ টাকায় এরকম
পেত্নীই
জুটবে, আমার মত সুন্দরী পাবেন
না !!

বিবাহিত ভাইদের জন্য

বিবাহিত ভাইদের প্রতি…
যদি মাঝ রাতে আপনার মন চায় আর আপনার বউয়ের মুড না থাকে তবে বউ কে বিরক্ত না করে নিজেই উঠে আপনার হাত দিয়ে চা বানিয়ে নিন।
কি ভেবেছিলেন আপনারা?

আমি মা হতে চলেছি

মেয়ে : আমি মা হতে চলেছি,
মা : হারামজাদি, কোথায় গেছিলি বংশের মুখ কালো করার জন্য ? কার পাপ পেটে করে নিয়ে আসছস?? পড়ালেখার বয়সে কার সাথে আয়েস করে তোর বাপের মুখ উজ্জ্বল করছস??
কার সাথে মাস্তি করে এই পাপ ঘরে নিয়ে আসছস? বল তাড়াতাড়ি, নইলে সিমেন্টের সাথে দেয়ালে একেবারে প্যাকেট করে রেখে দেব!
মেয়ে(কাঁদতে কাঁদতে) : স্কুলের একটা নাটকে “মা”-এর অভিনয় করতে চলেছি আমি।

প্রেগন্যান্ট

এক দম্পতি ২টি বাচ্চা হওয়ার পরে তারা ভাবলতাদের আর বাচ্চার দরকার নাই।
দুজনেই এতে একমত হল। একদিন ডাক্তারের কাছে গেল।
ডাক্তার পরামর্শ দিলেন স্থায়ী জন্মনিয়ন্ত্রন পদ্ধতি গ্রহণ করার।
ডাক্তার এর পরামর্শ মোতাবেক পুরুষের দুইটি অংশে হালকা অপারেশন করে নিলেন ডাক্তার-এর কাছ থেকে।
পরবর্তী সময়ে দু’জনে কোন পদ্ধতি ছাড়াই বেশ আনন্দেই ভালবাসার চরমসীমা উপভোগ করলেন।
কিন্তু অপারেশনের ৬মাস পরে স্ত্রীর প্রেগন্যান্ট-এর ­ কথা শুনে স্বামী বেচারা রেগে-মেগে সোজা অপারেশন কারী ডাক্তারের কাছেজানতে চাইলেন।
কি অপরেশন করছেন মিয়া!! আপনি একটা ভূয়া ডাক্তার!! অপারেশনের পরেও আমার স্ত্রীর পেটে বাচ্চা আসলো কি করে!?! ”
সবকিছু ভালভাবে শুনে ডাক্তার বললেন,দেখুন আমি অপারেশন করেছি শুধু আপনার!! পুরো ঢাকা শহরের পুরুষ মানুষদেরতো আর অপারেশন করি নাই।