Category: ছাত্র-শিক্ষক

চার জন বোকা

৪ জন বন্ধু মিলে ১
টা পেট্রলপাম্প দিলো…
কিন্তু
তারা একটা কাস্টমারও পেলোনা!
কিন্তু কেন???
কারন পেট্রলপাম্প টা ছিলো এক তলার উপরে!
আবার চেষ্টা করা যাক.
এবার তারা ঐ জায়গায়
একটা রেস্টুরেন্ট খুললো
কিন্তু এবার ও তারা কোন
কাস্টমার পেলোনা!!
কেন?
কারন তারা পেট্রলপাম্পের
সাইনবোর্ড টাই খুলেনাই!!

এবার অন্য চেষ্টা করা যাক
এবার তারা ৪
জনে মিলে একটা ট্যাক্সি কিনল
কিন্তু এবারও তারা যাত্রী পেলোনা!
কিন্তু কেন??
কারন ২ বন্ধু সামনে আর ২ বন্ধু
পিছে বসেবসে (যাত্রী বসবে কই???)
চলুন আবার চেষ্টা করা যাক!
কিছুদিন পর তাদের ট্যাক্সি নষ্ট হয়ে গেলো!
তারা ৪ জনে ট্যস্ক্সি ধাক্কা দিতে লাগল।
কিন্তু ট্যাক্সি তার
জায়গা থেকে একটুও নড়লোনা!
কেন?
কারন ২ জন পিছনে দিয়ে ঠেলতে ছিলো
২জন সামনে দিয়ে!
শেষ চেষ্টা করে দেখা যাক.
এইবার ৪ জন
মিলে একটা বাচ্চাকে কিডনেপ
করলো!
এবং বাচ্চাটাকে ছেড়ে দিয়ে বলল
বাড়ীতে গিয়ে তোর বাপকে বলবি ৫ লক্ষ
টাকা দেয়ার জন্য! না হয়
তোকে মেরে ফেলবো!
বাচ্চাটা বাড়ীতে গিয়ে বল
বাচ্চার বাপে ও টাকাগুলো দিয়ে দিলো!
কেন জানেন?
কারন বাচ্চার বাপ যে তাদের চার জন
বোকার এক জন ছিলো

পরীক্ষার ফি মাফ

::পরীক্ষার ফি মাফ করার জন্য লেখা দরখাস্ত::

জনাব,
কথা হইতাছে গিয়া বাপে আমারে ৫০০ টাকা দিছিল ফিস দেওয়ার লাইগা।

১০০ টাকা দিয়া সিনেমা দেখছি,
১৫০ টাকা দিয়া ক্যান্টিনে পার্টি দিছি,
৫০ টাকা আমার নতুন জান পাখির মোবাইলে ফ্লেক্সি পাঠাইছি,
আর ২০০ টাকা বাজিতে হাইরা গেছি… ইংরেজি ম্যাডামের লগে সমাজ স্যারের ইটিশ-পিটিশ চলতাছে, এই লইয়া বাজি ধরছিলাম। কিন্তু ম্যাডামের লগে ইটিশ-পিটিশ তো চলতাছে আপনার।

এখন আপনার কাছে দুইটা রাস্তা খোলা: ফিস মাফ; নাইলে পর্দা ফাঁস!!!

আপনার একান্ত অবাধ্যগত ছাত্র,
বল্টু

বাবার না ষাঁড়ের কাজ

দেরী করে স্কুলে এসে
শিক্ষক : কিরে এত
দেরী হল কেন? স্কুল
কয়টায় শুরু হয়?
বল্টু: স্যার ,
আমি তো আগেই বাইর
হইছিলাম ,
আব্বা বলল
গরুটারে চেয়ারম্যান
বাড়ির ষাঁড়টার
কাছে দিয়া আসতে ,তা
দেরী হইয়া গেল।
শিক্ষক: তো এই
কাজটা তোমার
বাবা করতে পারল
না?
বল্টু: না স্যার ,
এইটা ষাঁড়েরই
করা লাগে ।

পশ্নের উত্তর

শিক্ষক :তুমি হোমওয়ার্ক করে আনো নি কেন?
ছাত্র : স্যার,লোডশেডিং। তাই আলো ছিলো না.
স্যার:মোমবাতি জ্বালালেই হতো
ছাত্র: স্যার, লাইটার ছিলো না
স্যার : লাইটার ছিলোনা কেন ?
ছাত্র: স্যার ,বাবা যে রূমে নামাজ পড়ছিলো ওখানে ছিলো
স্যার: তাহলে ..ওখান থেকে আনলে না কেন?
ছাত্র: স্যার,আমার ওজু ছিল না
স্যারঃ ওজু ছিল না কেন ?
ছাত্র :পানি ছিল না স্যার.
স্যার : কেন ছিল না ?
ছাত্র : মোটর কাজ করছিলো না!
স্যার : স্টুপিড মোটরে কি হয়েছিলো ?
ছাত্র : স্যার , শুরুতেই
তো আপনাকে বললাম ,
কারেন্ট
ছিল না।

স্যার আছেন

ছাত্র (ফোনে): hell0, স্যার আছেন?
স্যারের স্ত্রী: না। উনি গতরাতে মারা গেছেন।

২ মিনিট পর আবার সেই ছাত্র,
ছাত্র :- hell0, ভ?
স্যারের স্ত্রী: উনি গতরাতে মারা গেছেন।

২ মিনিট পর আবার
সেই ছাত্র,
ছাত্র :- hell0, স্যার আছেন?
স্যারের স্ত্রী: হারামজাদা তোকে আর কতোবার বলব যে তিনি মারা গেছেন??
ছাত্র: আবার বলেন। শুনতে ভাল লাগে..