Yasin Hossain

Author's posts

দুই ঠগবাজের কান্ড।

বহুদিন পর দুই ঠগবাজের দেখা।
– এই, দাঁত দিয়ে তুই তোর চোখ কামড়াতে পারবি?
– পারলে কত টাকা দিবি?
– পাঁচ শ’ টাকা। বাজি রইল।
দ্বিতীয় ঠগবাজ তার পাথরের চোখটা বের করে দাঁত দিয়ে কামড় দিল। বাজি হেরে প্রথম ঠগবাজ ভাবল অন্য চোখটা তো আর পাথরের হতে পারে না। বলল, বাকি চোখটা যদি দাঁত দিয়ে কামড়াতে পারিস তা হলে এক হাজার টাকা পাবি।
দ্বিতীয় ঠগবাজ হাঁ করে তার বাঁধানো দু’পাটি দাঁত বের করে চোখটা কামড়ে বলল,দে টাকা।

আবুলের জোকস

আবুল সাহেবের ছেলে তাকে বলছেঃ
আচ্ছা বাবা ধর, তুমি সকালে হাঁটতে বের হয়েছ, পার্কের নির্জন রাস্তায়
হেঁটে যাচ্ছ. . . . . .
এমন সময় তুমি দেখলে রাস্তারমাঝে একটা চকচকে নতুন
একশ টাকার নোট, একটা পুরনো পাঁচশ টাকার নোট আর
একটা আরও পুরনো এক হাজার নোট পড়েরয়েছে, তুমি কোনটা তুলে নেবে??

আবুল সাহেবঃ উম্ম্ম. . . . .
এক হাজার টাকার নোট, পুরনো হলেও টাকা তো টাকাই!!

ছেলেঃ এই জন্যই মানুষ তোমারে নিয়া জোকস বানায়!
তিনটাই তো নিতে পার!

গার্লফ্রেন্ডের একমাত্র বয়ফ্রেন্ড।

বলেন তো দুনিয়াতে সবচেয়ে ভাগ্যবান
ছেলে কে????
: সালমান খান??
: না..!
: শচীন টেন্ডুলকার??
: সেও না…
: সাকিব আল হাসান??
: না…
: বিল গেটস??
: না , সে না…! দুনিয়াতে সবচেয়ে ভাগ্যবান
সেই ছেলে
.
যে তার গার্লফ্রেন্ডের একমাত্র
বয়ফ্রেন্ড…..

অংকে জিরো

এক ছেলে ফেসবুকে স্ট্যাটাস আপলোড
করেছে—
আজ স্কুলে অংক পরীক্ষার খাতা দিবে, তাই
স্কুলে যাইনি!
শিক্ষক সেখানে কমেন্ট করল
তুই অংকে জিরো পাইছস! দাঁড়া,একটু পরেই
খাতার ছবি আপলোড কইরাতোর
বাবারে ট্যাগ করতাছি!!!

ফেসবুকে নতুন কিছু অপশন।

ফেসবুকে “পোক” এর মত নতুন কিছু অপশন যোগ করা হোক…

১.হুমকি অপশনঃ কাউকে হুমকি দিতে হলে তার প্রোফাইলে গিয়ে এই অপশনে ক্লিক করতে হবে।
যাকে হুমকি দিবেন তার প্রোফাইলে নোটিফিকেশন যাবে,”অমুক তোমারে হুমকি দিছে”।

২.ডরাইছি অপশনঃ হুমকি পাইয়া যদি আপনি ভয় পাইয়া থাকেন তাইলে এইটার মধ্যে ক্লিক করবেন।যে হুমকি দিছে তার প্রোফাইলে নোটিফিকেশন যাবে,”আমি বুই ফাইছি”

৩.হাড্ডি ভাঙবোঃ হুমকি পাইয়া ভয় না পাইলে এই অপশন ক্লিক করুন। যে হুমকি দিছে তার ইনবক্সে মেসেজ যাবে,”হারামজাদা­ , তর হাড্ডি ভাইঙ্গা তিব্বত পাউডার এর মত গুড়া কইরা দিমু”

৪.প্রেম নিবেদনঃ কোনও মেয়েরে পছন্দ হইলে এই অপশনে ক্লিক করতে হবে।মেয়ের ইনবক্সে মেসেজ যাবে “অমুক রোমিও তোমার সহিত প্রেম করিতে চায়” (তবে সাবধান কোনও ফেইক আইডির হিজড়ারে প্রেম নিবেদন কইরা বসবেন না)

৫.থাপ্পর দিমুঃ ফেসবুকে কেউ আপনাকে বিরুক্ত করলে এই অপশনে ক্লিক করবেন , তার ইনবক্সে মেসেজ যাবে “তরে থাপ্রাইতে থাপ্রাইতে ড্রেইনের পানিতে নিয়া চুবান দিমু”

৬.আশা পূর্ণ অপশনঃ কোন ফেইক আইডির হিজড়া রে পাইলে এই অপশনে ক্লিক করা হবে।তার ওয়ালে , ইনবক্সে এক সাথে মেসেজ যাবে ,”তর আশা পূরণ হোক , তুই সত্যি সত্যি মাইয়া মানুষ হইয়া যা”

৭.ঠাডা পড়ুকঃ কেউ আপনার গার্লফ্রেন্ডরে ফেসবুকে পটাইয়া ফেললে,এই অপশনে ক্লিক করা মাত্র তার প্রোফাইলে নোটিফিকেশন যাবে “এই মাত্র আপনার প্রোফাইলে ঠাডা পড়ছে,সাবধানে থাকুন”