Yasin Hossain

Author's posts

হাতির ইয়াবাণ

জঙ্গলে এক সিংহ
ঘুমের বিড়ি খাচ্ছিল
তখন এক বানর
এসে বলে: ভাই ,নেশা ছাইড়া দাও ,আমার
সাথে আসো
-দেখো জঙ্গল কত
সুন্দর!

সিংহ বানরের
সাথে যেতে থাকলো
সামনে হাতি ইয়াবা
নিচ্ছিল …বানর
হাতিকেও একই
কথা বলল ….
এরপর হাতিও ওদের
সাথে চলতে শুরু
করলো ….

কিছুদুর
এগিয়ে তারা দেখল,
বাঘ বাংলা মদ
খাচ্ছে ,বানর তখন
তাকেও
একই কথায় বলল
সাথে সাথে বাঘ মদের
গ্লাস নামিয়ে রেখে —
বানরকে দিল
কইষা এক থাপ্পর

হাতি বলল —
বেচারাকে মারতছ
কেন?
বাঘ বলল–
|
এই
শালা কালকেও
গাজা খাইয়া আমারে জঙ্গলে ৩
ঘন্টা
ঘুরাইছিল !!

শাশুড়ি মৃত্যুতে জামাইয়ের মার্সিডিজ

শাশুড়ি একবার ঠিক করলো, তার দুই জামাই এর কে তাকে বেশি ভালোবাসে সেটা পরীক্ষা করবে। ১ম দিন সে ১ম জামাই এর সামনে নদীতে লাফ দিলো,
আর ডুবে যেতে লাগলো, দেখতে জামাই তাকে বাঁচায় কিনা

জামাই নদীতে লাফ দিয়ে তাকে বাঁচালো। শাশুড়ি তাকে খুশি হয়ে বাইক গিফট করলো।

পরের দিন সে ২য় জামাই এর
সামনে নদীতে লাফ দিলো, একই
পরীক্ষা করার জন্য।

কিন্তু এই জামাই তাকে দেখতে পারতো না, তাই সে বাঁচালো না। শাশুড়ি মারা গেলো।

কিন্তু পরের দিন দেখা গেলো ২য়
জামাই মার্সিডিজ নিয়ে ঘুরছে।

১ম জামাই অবাক হয়ে জিজ্ঞেস
করলোঃ এটা কোথায় পেলে?

২য় জামাই হেসে জবাব দিলো,
.
“আমার শ্বশুর খুশি হয়ে এটা গিফট করেছে!”

4 মিনিটের মাথায় খেলা শেষ

স্বামী & স্ত্রী :-*ক্রিকেট খেলা দেখছে
তো,
প্রথম উইকেট ৩ বলেই আউট হলো.
দ্বিতীয় উইকেট ৫ বলে আউট হলো.
তৃতীয় উইকেট ২ ওভারে আউট হলো

খেলার এক পর্যায়ে স্বামী চটে :-@ গিয়ে বললো. .
কি ব্যাটসম্যান মাঠে নামছে 5 মিনিট ও খেলতে পারে না ।

তখন স্ত্রী রেগে :বললোঃ
বুঝো এখন. . . .

তুমি যখন 4 মিনিটের মাথায় খেলা শেষ কর তখন আমার ক্যামন লাগে

চুল ছিড়ে নিবো..

শিক্ষক: পড়া না পারলে তোদের মাথার সব
চুল ছিড়ে নিবো..

ছাএ: তাই তো বলি আপনার মাথায়
কোনো চুল নেই কেন!!

৯ টা বাচ্চাকাচ্চা

স্বামী,স্ত্রী প্রচন্ড ঝগড়ার পর, স্ত্রী কাপড় চোপড়সহ ব্যাগ গোছানো শুরু করল।
স্বামীঃ ব্যাগ গোছাও কেন?
স্ত্রীঃ আমি আমার মায়ের কাছে চলে যাচ্ছি।
এরপর স্বামীও ব্যাগ গোছানো শুরু করল।
স্ত্রীঃ তুমি আবার কই যাও!!!
স্বামীঃ আমিও আমার মায়ের কাছে চলে যাচ্ছি।
স্ত্রীঃ তাহলে আমাদের এই ৯ টা বাচ্চাকাচ্চা দেখবেকে???

স্বামীঃ তুমি তোমার মায়ের কাছে যাচ্ছ, fine, আমিও আমার মায়েরকাছে যাচ্ছি। সেই অনুযায়ী বাচ্চাকাচ্চাদেরও তাদের মায়ের কাছেই যাওয়া উচিত।