Most commented posts
- আধুনিক ছেলে — 9 comments
- ভাবি এবং দেবর — 8 comments
- একটা চুমো — 7 comments
- পঁচা বাসি গন্ধ — 7 comments
- আমার সাথে বিছানায় যাবেন — 7 comments
Jun 10
পিচ্চি মেয়েঃ মাম্মি তুমি আমাকে মিথ্যা কথা
মাঃ কি বলেছি???
মেয়েঃ তুমি বলেছিলে যে, আমার ছোট বোন-
টা নাকি একটা পরী!!!!!
মাঃ হ্যাঁ, সে তো পরী-ই।
মেয়েঃ তাহলে একটু আগে আমি যখন ওকে ছাদ
থেকে নীচে ফেলে দিলাম তখন সে উড়ল না কেন??
Jun 10
বাবাঃ আমার জন্য একটা ড্রিঙ্কস
নিয়ে আসো তো দোকান থেকে ।
ছেলেঃ বাবা ঠাণ্ডা নাকি গরম ?
বাবাঃ ঠাণ্ডা অফকোর্স !
ছেলেঃ বাবা পেপ্সি নাকি কোক ?
বাবাঃ পেপ্সি ছেলেঃ বাবা বোতলের নাকি টিনের ?
বাবাঃ বোতলের ,
ছেলেঃ বড় বোতল নাকি ছোট বোতল ?
বাবাঃ ছোট বোতল ,
ছেলেঃ আচ্ছা বাবা নরমাল নাই ডায়েট ?
বাবাঃ ধুরু , লাগবে না যা পানি নিয়ে আস একটা ,
ছেলেঃ বাবা ঠাণ্ডা নাকি গরম ?
বাবাঃ অফকোর্স ঠাণ্ডা ,
ছেলেঃ বাবা খাওয়ার পানি নাকি ইয়ুজ করার
জন্য ?
বাবাঃ মাইর খাবি এখন !!
ছেলেঃ বাবা হাত দিয়ে নাকি লাঠি দিয়ে ?
বাবাঃ বেশি কথা বলস , যা ভাগ
সামনে থেকে ,
ছেলেঃ বাবা দৌড় দিয়ে ভাগব
না হেটে হেটে ?
বাবাঃ বেয়াদব , দিন দিন জানোয়ার হইতাসস !
ছেলেঃ কোন জানোয়ার ? কুত্তা নাকি বিলাই ?
বাবাঃ আমি এখন তোরে জবাই করবো ,
যা বলসি !!
ছেলেঃ বাবা চাকু দিয়ে নাকি বটি দিয়ে ?
বাবাঃ বটি দিয়ে !!
ছেলেঃ টুকরা টুকরা নাকি বড় বড় পিস ?
বাবাঃ হারামি তুই যাবি ??
ছেলেঃ বাবা একলা যাব নাকি তোমার
সাথে যাব ?
বাবাঃ তোর উপর থাডা পরুক !
ছেলেঃ বাবা ভুমিকম্প নাকি বজ্রপাত ?
বাবাঃ ওহ খোদা আমার হার্ট এ পেইন হচ্ছে !
ছেলেঃ বাবা হসপিটাল এ নিয়ে যাব
নাকি ডক্টর ডাকব ??
বাবাঃ পানি দে আমাকে
ছেলেঃ বাবা ঠাণ্ডা নাকি গরম ?
বাবাঃ নরমাল
ছেলেঃ বাবা খাবে নাকি ইয়ুজ করবে ??
………
আর লিখতে পারলাম না… লিখলেই বাপটা মরে যাবে
Jun 08
হাবলুঃ “ডাক্তার, আমার পেটে গ্যাসের অনেক
সমস্যা।কিন্তু ভালো দিক এই যে আমার গ্যাসের
গন্ধ ও হয় না, আওয়াজ ও হয় না।
এখানে বসে আমি ১৫-২০ বার গ্যাস ছেড়েছি;
কিন্তু কেউ টের ই পায় নি”
ডাক্তারঃ “এই ওষুধটা খান, আর এক সপ্তাহ পরে আসবেন”
এক সপ্তাহ পর
হাবলুঃ “এ কি ওষুধ দিলেন ডাক্তার
সাহেব,আমার গ্যাসে এখনো আওয়াজ নেই; কিন্তু
জঘন্য গন্ধ বের হয়!”
ডাক্তারঃ “গুড, আপনার নাক ঠিক হয়ে গেছে;এখন আপনার কানের
চিকিৎসা করতে হবে”
Jun 08
বাংলা ব্যাকরণ পড়ানোর সময় শিক্ষক
অন্যমনস্ক এক ছেলেকে বললেন, এই ছেলে,
সর্বনাম পদের দুইটা উদাহরণ দাও তো।
ছেলেটি হচকচিয়ে দাঁড়িয়ে বললো, ‘কে?
আমি?’
শিক্ষক: গুড, হয়েছে। বসো।
Jun 08
৪ জন বন্ধু মিলে ১
টা পেট্রলপাম্প দিলো…
কিন্তু
তারা একটা কাস্টমারও পেলোনা!
কিন্তু কেন???
কারন পেট্রলপাম্প টা ছিলো এক তলার উপরে!
আবার চেষ্টা করা যাক.
এবার তারা ঐ জায়গায়
একটা রেস্টুরেন্ট খুললো
কিন্তু এবার ও তারা কোন
কাস্টমার পেলোনা!!
কেন?
কারন তারা পেট্রলপাম্পের
সাইনবোর্ড টাই খুলেনাই!!
এবার অন্য চেষ্টা করা যাক
এবার তারা ৪
জনে মিলে একটা ট্যাক্সি কিনল
কিন্তু এবারও তারা যাত্রী পেলোনা!
কিন্তু কেন??
কারন ২ বন্ধু সামনে আর ২ বন্ধু
পিছে বসেবসে (যাত্রী বসবে কই???)
চলুন আবার চেষ্টা করা যাক!
কিছুদিন পর তাদের ট্যাক্সি নষ্ট হয়ে গেলো!
তারা ৪ জনে ট্যস্ক্সি ধাক্কা দিতে লাগল।
কিন্তু ট্যাক্সি তার
জায়গা থেকে একটুও নড়লোনা!
কেন?
কারন ২ জন পিছনে দিয়ে ঠেলতে ছিলো
২জন সামনে দিয়ে!
শেষ চেষ্টা করে দেখা যাক.
এইবার ৪ জন
মিলে একটা বাচ্চাকে কিডনেপ
করলো!
এবং বাচ্চাটাকে ছেড়ে দিয়ে বলল
বাড়ীতে গিয়ে তোর বাপকে বলবি ৫ লক্ষ
টাকা দেয়ার জন্য! না হয়
তোকে মেরে ফেলবো!
বাচ্চাটা বাড়ীতে গিয়ে বল
বাচ্চার বাপে ও টাকাগুলো দিয়ে দিলো!
কেন জানেন?
কারন বাচ্চার বাপ যে তাদের চার জন
বোকার এক জন ছিলো