Most commented posts
- আধুনিক ছেলে — 9 comments
- ভাবি এবং দেবর — 8 comments
- একটা চুমো — 7 comments
- পঁচা বাসি গন্ধ — 7 comments
- আমার সাথে বিছানায় যাবেন — 7 comments
Jun 13
স্যারঃ গোসল করে স্কুলে আসছ কে কে?
মেয়েরাঃ স্যার আমরা সবাই গোসল
করে আসছি।
স্যারঃ ছেলেরা গোসল করে আসো নাই?
ছেলেরাঃ না স্যার।
স্যারঃ কেন?
ছেলেরাঃ
স্যার, আমরা তো আর মেয়েদের
মত প্রতিদিন বিছানায় হিসু করিনা!
Girls Shockzz
Boys Rockzz
Jun 13
ইংরেজী ক্লাস হচ্ছে
শিক্ষকঃ “আমি যা জিজ্ঞেস করব
তার
ভালোমতো উত্তর দিবে।
পাপ্পু বল Verb কি?
পাপ্পুঃ “Verb
বলতে আসলে বাইসাইকেল এর টায়ারের
যে ভালভ
থাকে তাকে বলা হয়”
শিক্ষকঃ “এটা কি বললে তুমি?!”
পাপ্পুঃ “একটা সম্পূর্ণ বাক্য স্যার”
শিক্ষকঃ “তুমি কি পাগল?”
পাপ্পুঃ “এটা একটা প্রশ্ন স্যার”
শিক্ষকঃ “বেয়াদবি করবে না”
পাপ্পুঃ “এটা একটা উপদেশ স্যার”
শিক্ষকঃ “থামো!!থামাও এসব”
পাপ্পুঃ “এটা একটা আদেশ স্যার”
শিক্ষকঃ “তুমি একটা অসভ্য ছেলে”
পাপ্পুঃ “এটা একটা মন্তব্য স্যার”
শিক্ষকঃ “ক্লাস থেকে বের হয়ে যাও”
পাপ্পুঃ “এটা একটা নির্দেশ স্যার”
শিক্ষকঃ “ও খোদা!! এটা কিরকম
ছেলে!!”
পাপ্পুঃ “এটা বিস্ময়, স্যার”
শিক্ষকঃ “খোদা এই ছেলেকে রহম কর”
পাপ্পুঃ “এটা প্রার্থনা স্যার”
Jun 13
পরান নামে এক
থুরথুরে বুড়ো মারা গেছে,
তাকে শ্মশানে এনে পোড়ানো হচ্ছে। এদিকে, শ্মশানের পাশে এক
বাড়িতে বিয়ে হচ্ছে।
বিয়ে বাড়িতে হৈ-চৈ, প্রচন্ড
জোরে সাউন্ড-বক্সে গান বাজছে। শ্মশানে বুড়োকে পোড়াতে আসা লোকজ
খুব কান্নাকাটি করছিল। হঠাৎ
সবাই চুপ হয়ে গেল! কারণ,
তারা কাঁদবে, না হাসবে,
বুঝতে পারছেনা! .
বিয়ে বাড়িতে গান বাজছে . . . .
পরাণ যায় জলিয়া রেএএএ .. পরাণ
যায় জলিয়া রে…..
Jun 13
প্রেমিকাঃ তুমি কি ধূমপান কর?
প্রেমিকঃ হ্যাঁ
প্রেমিকাঃ প্রতদিন কত প্যাকেট?
প্রেমিকঃ ৩ প্যাকেট।
প্রেমিকাঃ প্রতি প্যাকেট এর দাম কত করে?
প্রেমিকঃ ১০ ডলার।
প্রেমিকাঃ কতদিন ধরে তুমি ধূমপান করছ?
প্রেমিকঃ ১৫ বছর।
প্রেমিকাঃ তাহলে তুমি প্রতিদিন ৩০ ডলার করে মাসে ৯০০ ডলার আর প্রতি বছর ১০৮০০ ডলার ধূমপান করে নষ্ট করছ, আমি কি সঠিক?
প্রেমিকঃ সঠিক।
প্রেমিকাঃ তাহলে প্রতি বছর ১০৮০০ ডলার করে গত ১৫ বছরে তুমি ১৬২,০০০
ডলার ধূমপান করে নষ্ট করেছ, ঠিক?
প্রেমিকঃ ঠিক।
প্রেমিকাঃ তুমি কি জানো তুমি যদি এই ডলার গুলি ধূমপান না করে ব্যাংক এ জমিয়ে রাখতে তাহলে বিগত ১৫ বছরে যে ইন্টারেস্ট আসত তা দিয়ে তুমি একটি ফেরারি গাড়ি কিনতে পারতে!
প্রেমিকঃ তুমি কি ধূমপান কর?
প্রেমিকাঃ না।
প্রেমিকঃ তাহলে কোথায় তুমার ফেরারি?
Jun 11
পরিচিত রেস্টুরেন্টে খাওয়া শেষে খদ্দের
ওয়েটারকে ডেকে বলল, ‘তোমাদের আগের
বাবুর্চিটা মারা গেছে, তাই না?’
ওয়েটার অবাক হয়ে জিজ্ঞেস করে,
‘আপনি কি করে জানলেন, স্যার? খাবার
কি খারাপ হয়েছে?’
খদ্দের জবাব দেয়, ‘না…খাবার ঠিকই আছে…
তবে আগে সাদা চুল পেতাম,
ইদানীং কালো চুল পাচ্ছি।