ফেসবুকে নতুন কিছু অপশন।

ফেসবুকে “পোক” এর মত নতুন কিছু অপশন যোগ করা হোক…

১.হুমকি অপশনঃ কাউকে হুমকি দিতে হলে তার প্রোফাইলে গিয়ে এই অপশনে ক্লিক করতে হবে।
যাকে হুমকি দিবেন তার প্রোফাইলে নোটিফিকেশন যাবে,”অমুক তোমারে হুমকি দিছে”।

২.ডরাইছি অপশনঃ হুমকি পাইয়া যদি আপনি ভয় পাইয়া থাকেন তাইলে এইটার মধ্যে ক্লিক করবেন।যে হুমকি দিছে তার প্রোফাইলে নোটিফিকেশন যাবে,”আমি বুই ফাইছি”

৩.হাড্ডি ভাঙবোঃ হুমকি পাইয়া ভয় না পাইলে এই অপশন ক্লিক করুন। যে হুমকি দিছে তার ইনবক্সে মেসেজ যাবে,”হারামজাদা­ , তর হাড্ডি ভাইঙ্গা তিব্বত পাউডার এর মত গুড়া কইরা দিমু”

৪.প্রেম নিবেদনঃ কোনও মেয়েরে পছন্দ হইলে এই অপশনে ক্লিক করতে হবে।মেয়ের ইনবক্সে মেসেজ যাবে “অমুক রোমিও তোমার সহিত প্রেম করিতে চায়” (তবে সাবধান কোনও ফেইক আইডির হিজড়ারে প্রেম নিবেদন কইরা বসবেন না)

৫.থাপ্পর দিমুঃ ফেসবুকে কেউ আপনাকে বিরুক্ত করলে এই অপশনে ক্লিক করবেন , তার ইনবক্সে মেসেজ যাবে “তরে থাপ্রাইতে থাপ্রাইতে ড্রেইনের পানিতে নিয়া চুবান দিমু”

৬.আশা পূর্ণ অপশনঃ কোন ফেইক আইডির হিজড়া রে পাইলে এই অপশনে ক্লিক করা হবে।তার ওয়ালে , ইনবক্সে এক সাথে মেসেজ যাবে ,”তর আশা পূরণ হোক , তুই সত্যি সত্যি মাইয়া মানুষ হইয়া যা”

৭.ঠাডা পড়ুকঃ কেউ আপনার গার্লফ্রেন্ডরে ফেসবুকে পটাইয়া ফেললে,এই অপশনে ক্লিক করা মাত্র তার প্রোফাইলে নোটিফিকেশন যাবে “এই মাত্র আপনার প্রোফাইলে ঠাডা পড়ছে,সাবধানে থাকুন”

Leave a Reply

Your email address will not be published.