পরিমিত পানি ব্যবহার করুন।

এক লোক টয়লেটে গিয়ে দেখলো , সেখানে লেখা,
আপনে যত্ত বরো হেডামইহন না ক্যান, এখানে আইসা আপনারে প্যান্ট খুলতেই হবে,সো ভাব কম নেন ঠিকাছে !!!!!
লোকটা চরম লজ্জিত হয়েঅন্য টয়লেটে গিয়ে বসলেন । আরামসে কাজ চালাচ্ছেন , এমন সময় দেখলেন, সেখানে লেখা,
.
এইযে ভাই , টয়লেট চেন্জ কইরা আসছেন ভাল, কিন্তু মনে রাখবেন , আপনার ফেলে যাওয়া বস্তু কোন চিত্রকল্প না যে মানুষরে দেখানোর জন্য রেখে যাবেন। সো পরিমিত পানি ব্যবহার করুন , কিপ্টামি করবেন না ,
ঠিকাছে !!!

Leave a Reply

Your email address will not be published.