টিং টিং টিং

এক লোকের বদ মেজাজী বউ। লোকটিও বউটিকে অনেক ভয় পায়।
একদিন সন্ধ্যায় লোকটি বিছানার উপর বসে হাতে একটা খালি বোতল নিয়ে সেটাকে বাজাচ্ছিল। বউ ধমক দিল, এই কী করছো, থামো।
লোকটি ভয় পেয়ে বোতলটি পকেটে রেখে দিল।
রাতের বেলা ঘরের দরজা-জানালা বন্ধ করে দিয়ে, সব আলো নিভিয়ে দিয়ে বউ কাছে এসে মুখের কাছে মুখ এনে খুব আদুরে গলায় বলল, করতে চাও? লোকটি মাথা নেড়ে বলল, হ্যাঁ।
বউ বলল, ঠিক আছে করো।
লোকটি পকেট থেকে বোতল বের করে জোরে জোরে বাজাতে শুরু করল, টিং টিং টিং টিং… ল্যাও ঠেল।

1 comment

  1. baje! not good!!

Leave a Reply to Romance Cancel reply

Your email address will not be published.