ডাক্তারের চেম্বারের সামনে দাঁড়িয়ে আছে এক তরুণ। কাছ দিয়েই যাচ্ছিল ঐ তরুণের এক বন্ধু। কথ হচ্ছে উভয়ের মধ্যে-
১ম জনঃ কি ব্যাপার, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস?
২য় জনঃ মেয়েদের দেখছি!
১ম জনঃ মানে?
… ২য় জনঃ ঐ দেখ, ডাক্তারের চেম্বারের দরজায় ঝুলানো আছে।
১ম জনঃ “মেয়েদের দেখার জন্য বিকাল ৪টা থেকে ৬টা।” তাতে কী হয়েছে?
২য় জনঃ তাই তো দাঁড়িয়ে নির্দেশ পালন করছি।
Tag: bangla jokes
May 10
মেয়ে দেখছি
May 10
নলকূপ খাড়া হইতাছে
খেঁচা মিয়া গেলো শশুর বাড়ি। হাত মুখ ধুতে নলকূপে গেল তার শালিকে নিয়ে। শালি কল চাপছে আর খেঁচা হাত মুখ ধুচ্ছে। কিন্তু কল চাপার সময় শালি যখন নিচু হচ্ছিল তখন তার বুক খেঁচার নজরে আসে।
হঠাৎ খেচা. : শালি তারাতারি চাপাচাপি শেষ করো কুইলাম। নলকুপ কুইলাম খাড়া হুইয়া যাইতাছে!
May 10
রোমাঞ্চকর ডেটিং
তিন টিনএজ বান্ধবী এক সাথে এক ফ্ল্যাটে থাকে। একি বিশ্ববিদ্যালয়ে পড়ে। পরের শনিবার থেকে তাদের পরবর্তী সেমিস্টার শুরু হবে। তাই শুক্রবার দিন তিন বান্ধবী একসাথে ডেটিং এ বেড় হলো। সারাদিন ডেটিং করার পর কাকতালীয় ভাবে সন্ধ্যায় এক সাথে তিনজন বাসায় ফিরলো।
প্রথম এক বান্ধবী উৎফুল্ল ভাবে অপর দুইজনকে বলল- “রোমাঞ্চকর ডেটিং হচ্ছে বাসায় ফিরে যখন দেখবে তোমার পরিপাটি চুল এবড়ানো থেবড়ানো, নিজেকে আয়নায় দেখলে পাগলীনি মনে হবে সেটা।”
দ্বিতীয় বান্ধবী প্রথম বান্ধবীর উপর লাফ দিয়ে পরে বলল- “হলো না, সব চেয়ে রোমাঞ্চকর ডেটিং হচ্ছে বাসায় ফিরে যখন দেখবে তোমার সুন্দর ম্যাকাপ নিঃশেষ হয় গেছে, তোমার ঠোঁটে লিপস্টিকের লেশ মাত্র নেই।”
তৃতীয় বান্ধবী চুপ করে বসে বসে তাদের কথা শুনছিলো। কোন কথা বলছিলো না। অনেকক্ষণ চুপ করে থাকার পর নিজের অন্তবাস খুলে দেয়ালের দিকে ছুরে মেরে বলল – “সব চেয়ে রোমাঞ্চকর ডেটিং একেই বলে।”
May 09
বেশি করে টানো
দুই পিচ্চি খেলছে। স্বভাবতই দুইটারই প্যান্ট নাই। হঠাৎ মেয়ে পিচ্চিটা ছেলে পিচ্চিটার ওইটা ধরে টানতে লাগলো।তখন ছেলে পিচ্চিটা মন খারাপ করে বললঃ টানো আরো বেশি করে টানো, নিজেরটা তো ছিড়ছো, এখন আসছো আমারটা ছিড়তে।
May 09
আমার লুঙ্গি কই
১২০০০+ ফেন উপলক্ষে বিশেষ আয়োজন
সেক্সের পর বাঙ্গালী পুরুষরা বউকে সাধারণত কি বলে?
“I love you”……………………….. উত্তর ভুল হয়েছে।
That’s great”……………………….. উত্তর ভুল হয়েছে।
“I love it”………………………….. উত্তর আবারও ভুল হয়েছে।
সঠিক উত্তরটি হচ্ছে, “আমার লুঙ্গি কই?”