সাধারণ ফ্রেন্ড আরবেস্ট ফ্রেন্ডের মধ্যে পার্থক্য কি?
আপনি কাদায় পা পিছলে পড়ে গেলে সাধারণ বন্ধু
আপনাকে নিয়ে খুব হাসবে।
কিন্তু বেস্ট ফ্রেন্ড কি করবে জানেন?
আপনার ছবি তুলে ফেসবুকে আপলোড করবে . . .
Jun 05
সাধারণ ফ্রেন্ড আরবেস্ট ফ্রেন্ডের মধ্যে পার্থক্য কি?
আপনি কাদায় পা পিছলে পড়ে গেলে সাধারণ বন্ধু
আপনাকে নিয়ে খুব হাসবে।
কিন্তু বেস্ট ফ্রেন্ড কি করবে জানেন?
আপনার ছবি তুলে ফেসবুকে আপলোড করবে . . .
Jun 04
::পরীক্ষার ফি মাফ করার জন্য লেখা দরখাস্ত::
জনাব,
কথা হইতাছে গিয়া বাপে আমারে ৫০০ টাকা দিছিল ফিস দেওয়ার লাইগা।
১০০ টাকা দিয়া সিনেমা দেখছি,
১৫০ টাকা দিয়া ক্যান্টিনে পার্টি দিছি,
৫০ টাকা আমার নতুন জান পাখির মোবাইলে ফ্লেক্সি পাঠাইছি,
আর ২০০ টাকা বাজিতে হাইরা গেছি… ইংরেজি ম্যাডামের লগে সমাজ স্যারের ইটিশ-পিটিশ চলতাছে, এই লইয়া বাজি ধরছিলাম। কিন্তু ম্যাডামের লগে ইটিশ-পিটিশ তো চলতাছে আপনার।
এখন আপনার কাছে দুইটা রাস্তা খোলা: ফিস মাফ; নাইলে পর্দা ফাঁস!!!
আপনার একান্ত অবাধ্যগত ছাত্র,
বল্টু
Jun 04
হাবলু আর বাবলু, দুই ভাই
একটা আমগাছে ঢিল ছুড়ছিল।
হাবলু: ভাইয়া,এতক্ষণ ঢিল ছুড়ছি, তবু
এমটা পরছেনা। আমার মনে হয়
আমটা এখনো কাঁচা।
বাবলু: হুম ! বৃথা কষ্ট করে কি লাভ? তুই
এক কাজ কর তো, গাছ
বেয়ে অপরে উঠে যা।
হাবলু অনেক কষ্টে গাছের অপরে উঠল।
হাত বাড়িয়ে আমটা টিপে বাবলু
কে জানাল, “ভাইয়া, আমটা পাকা !
বাবলু: গুড ! জলদি নীচে নেমে আয়। দুই
ভাই মিলে ঢিল ছুরে আমটা পারতে খুব
বেশি দেরি হবে না !
Jun 04
স্বামী-স্ত্রীর
মধ্যে কথোপকথন—
স্বামী: পাশের ভাড়াটিয়ার কাছ
থেকে একটু
চিনি নিয়ে এসোতো?
স্ত্রী: ওরা আমাদের
চিনি দেবেনা।
স্বামী: ওরা তো খুব কঞ্জুস!
স্ত্রী: ওদের কিপ্টেমির
কথা আর বোলো না।
স্বামী: তাহলে আর কী করা;
আমাদের আলমারি থেকেই
চিনি বের
করে চা করে নিয়ে এসো, যাও
Jun 03
দেরী করে স্কুলে এসে
শিক্ষক : কিরে এত
দেরী হল কেন? স্কুল
কয়টায় শুরু হয়?
বল্টু: স্যার ,
আমি তো আগেই বাইর
হইছিলাম ,
আব্বা বলল
গরুটারে চেয়ারম্যান
বাড়ির ষাঁড়টার
কাছে দিয়া আসতে ,তা
দেরী হইয়া গেল।
শিক্ষক: তো এই
কাজটা তোমার
বাবা করতে পারল
না?
বল্টু: না স্যার ,
এইটা ষাঁড়েরই
করা লাগে ।