বিয়ের পরদিন সকালের
নাশতায় রুটিতে কামড়
দিয়ে স্বামী বলল, ‘একি!
রুটিতে এটা কী লাগিয়েছ?’ নতুন বউ জবাব দেয়,
‘রুটি পুড়ে গেছিল তো, তাই
মাখনের বদলে স্যাভলন ক্রিম
মাখিয়ে দিলাম।
ভালো হয়নি খেতে?
Tag: bangla jokes
Jun 15
নতুন বউ জবাব নেই
Jun 14
গুরা গুরা
এক ছাত্র আঞ্চলিক ভাষায় কথা বলে। তাকে তার শিক্ষক জিজ্ঞাসা করছেন-
শিক্ষকঃ বল তো বাবা, Horse মানে কী?
ছাত্রঃ গুরা। শিক্ষকঃ গুরা!! আচ্ছা, Turn মানে কী?
ছাত্রঃ গুরা।
শিক্ষক কিছুটা রেগে বললোঃ তাহলে Powder মানে কী?
ছাত্রঃ গুরা।
শিক্ষক পুরো রেগে গিয়ে বললোঃ সব কিছুই কি ‘গুরা’ নাকি?
ছাত্রঃ না স্যার, একটা লাফাইন্না গুরা, একটা মুরাইন্না গুরা, আর শেষেরটা গুরা গুরা।
Jun 14
নিলামের তোতা
জামাল সাহেব নিলামে একটা তোতা কিনবেন। নিলাম শুরু হলো। জামাল দাম হাঁকালেন, ‘১০ হাজার টাকা।’
ভিড়ের মধ্যে চিকন গলায় কে যেন বলল, ‘৫০ হাজার টাকা।’
জামাল সাহেবের মেজাজ বিগড়ে গেল। ১০ হাজার থেকে ৫০ হাজার? কোন বড়লোকের ব্যাটা তোতাটা নিতে পারে, তিনি দেখে ছাড়বেন।
জামাল বললেন, ‘এক লাখ টাকা।’
চিকন গলা আবার বলল, ‘দুই লাখ।’
জামাল এবার খেপেই গেলেন। বললেন, ‘পাঁচ লাখ।’
কান পাতলেন, নাহ্, এবার আর কেউ পাল্টা দাম হাঁকাল না।
তোতাটা হাতে নিয়ে জামাল নিলামের সঞ্চালককে বললেন,
এটা কথা বলতে পারে তো? নইলে এত দাম দিয়ে কিনলাম কেন?’
নিলাম সঞ্চালক বললেন,
কথা বলতে পারে না মানে? আপনার কী মনে হয়? এতক্ষণ কে আপনার সঙ্গে পাল্টা দর হাঁকাচ্ছিল?’
Jun 13
বিছানায় হিসু
স্যারঃ গোসল করে স্কুলে আসছ কে কে?
মেয়েরাঃ স্যার আমরা সবাই গোসল
করে আসছি।
স্যারঃ ছেলেরা গোসল করে আসো নাই?
ছেলেরাঃ না স্যার।
স্যারঃ কেন?
ছেলেরাঃ
স্যার, আমরা তো আর মেয়েদের
মত প্রতিদিন বিছানায় হিসু করিনা!
Girls Shockzz
Boys Rockzz
Jun 13
ধূমপানের টাকায় ফেরারি
প্রেমিকাঃ তুমি কি ধূমপান কর?
প্রেমিকঃ হ্যাঁ
প্রেমিকাঃ প্রতদিন কত প্যাকেট?
প্রেমিকঃ ৩ প্যাকেট।
প্রেমিকাঃ প্রতি প্যাকেট এর দাম কত করে?
প্রেমিকঃ ১০ ডলার।
প্রেমিকাঃ কতদিন ধরে তুমি ধূমপান করছ?
প্রেমিকঃ ১৫ বছর।
প্রেমিকাঃ তাহলে তুমি প্রতিদিন ৩০ ডলার করে মাসে ৯০০ ডলার আর প্রতি বছর ১০৮০০ ডলার ধূমপান করে নষ্ট করছ, আমি কি সঠিক?
প্রেমিকঃ সঠিক।
প্রেমিকাঃ তাহলে প্রতি বছর ১০৮০০ ডলার করে গত ১৫ বছরে তুমি ১৬২,০০০
ডলার ধূমপান করে নষ্ট করেছ, ঠিক?
প্রেমিকঃ ঠিক।
প্রেমিকাঃ তুমি কি জানো তুমি যদি এই ডলার গুলি ধূমপান না করে ব্যাংক এ জমিয়ে রাখতে তাহলে বিগত ১৫ বছরে যে ইন্টারেস্ট আসত তা দিয়ে তুমি একটি ফেরারি গাড়ি কিনতে পারতে!
প্রেমিকঃ তুমি কি ধূমপান কর?
প্রেমিকাঃ না।
প্রেমিকঃ তাহলে কোথায় তুমার ফেরারি?