ছেলেটির সাথে মেয়েটির তুমুল ঝগড়া হল। কিছুদিন পর মেয়েটি রেগে চিঠি লিখল – ‘তোমার কাছে আমার যে ছবি আছে তা পত্রপাঠ ফেরত পাঠাবে। ‘
ছেলেটি একটি প্যাকেটে একশ মেয়ের ছবি পাঠিয়ে দিয়ে লিখল, – ‘এর ভিতর থেকে তোমার টা বেছে নাও, তোমার চেহারা ঠিক মনে পড়ছে না।’
Tag: bangla jokes
Jul 27
তুমুল ঝগড়া
Jul 27
প্রেম আসলেই অন্ধ
প্রেম করে বিয়ে করার পর বন্ধুকে বউ দেখাতে নিয়ে এসেছে আরিফ।
বউ দেখানোর পর আরিফ বলল, দোস্ত, আমার বউ কেমন দেখলি?
– বুঝলাম, প্রেম আসলেই অন্ধ।
Jul 26
পেছনের দরজা
বাড়ির পেছনের দরজা দিয়ে বেরিয়ে এল রনি। মণি তাকে নিয়ে এল গলির মোড়ে। সেখানে দাঁড়িয়ে আছে এক ট্যাক্সি। দু’জনে উঠে পড়ল। ট্যাক্সি ছুটে চলল।
মণি বলল, আরে, আপনি আমাদের নিয়ে কোথায় চলেছেন? আমরা তো আপনাকে কিছুই বলি নি।
ড্রাইভার বলল, কোথায় যাবেন আমি জানি, এমনকি ভাড়াও পেয়ে গেছি।
– তাই নাকি? কে দিল?
– এক বুড়ো ভদ্রলোক।
Jul 26
হোজ্জা বাজার থেকে
একদিন হোজ্জা বাজার থেকে কলিজা কিনে বাসায় যাচ্ছিলেন।এদিকে তাঁর এক বন্ধু তাঁকে কলিজার পাই বানানোর রেসিপি দিয়েছিলেন, যাতে বাসায় গিয়ে কলিজার পাই রান্না করতে পারেন।কিন্তু হঠাৎ একটি বাজপাখি উড়ে এসে কলিজা ছিনিয়ে নিয়ে একেবারে নাগালের বাইরে উড়ে চলে গেল।
বোকা কোথাকার!চেঁচিয়ে হোজ্জা বললেন, কলিজা নিয়ে গেছ ঠিক আছে, কিন্তু প্রস্তুত প্রণালী (রেসিপি )তো আমার কাছে!
Jul 26
এক তুর্কির ষাঁড়
এক তুর্কির ষাঁড় হোজ্জার বাগানের বেড়া ভেঙে ভেতরে ঢুকে তছনছ করে দিয়ে মালিকের কাছে ফিরে গেল।হোজ্জা পুরো ব্যাপারটা লক্ষ করলেন, তারপর একটা বেত নিয়ে বেরিয়ে এসে ষাঁড়টাকে পেটাতে শুরু করলেন।
কোন সাহসে আমার ষাঁড়কে আপনি পেটাচ্ছেন! তুর্কি চেঁচিয়ে বলল।
কিছু মনে করবেন না আপনি, হোজ্জা বললেন, ও পুরো ব্যাপারটা জানে।এটা ওর আর আমার ব্যাপার!