এক মেয়ের বিয়ে হলো বাস হেল্পারের সাথে। বাসর রাতের পরদিন:
এক বান্ধবী মেয়েকে জিগ্গাসা করলো: কিরে মনু, কালকে রাতে কেমন হলো?
মেয়ে তো হেভী ফায়ার: বলিস না আর আমার পাছা ব্যাথা করে দিসে।
বান্ধবী বলে: বলিস কি প্রথম রাতেই পাছায়।
মেয়ে বলে: আরে না সারারাত ওস্তাদ ডাইনে চাপেন আর ওস্তাদ বামে চাপেন কইয়া পাছা থাবড়াইসে।
Tag: bangla jokes
Aug 28
প্রথম রাতেই পাছায়
Aug 24
যুবতী বা সেয়ানা মেয়ে
এক পথিক রাত কাটানোর জন্য জায়গা খুঁজছে। এক বাড়িতে গিয়ে বলল, ‘একটু থাকার জায়গা হবে কি?’
– না, আমার ঘরে যুবতী মেয়ে আছে।
পথিক এগিয়ে আরেকটি বাড়িতে গেল।
– তোমার ঘরে কি একটু থাকার জায়গা হবে?
– না না, আমার ঘরে সেয়ানা মেয়ে আছে।
এভাবে আরো কয়েক বাড়িতে গিয়ে থাকার জায়গা চেয়ে সবার কাছ থেকে একই উত্তর পেয়ে খুব হতাশ হয়ে সবশেষ বাড়িটাতে গিয়ে বলল,
-তোমার ঘরে কি যুবতী বা সেয়ানা মেয়ে আছে?
– কেন? তা দিয়ে আপনার দরকার কী?
– না মানে, রাতটা একটু কাটাতে চাই…
– তবে রে….দাঁড়া দেখাচ্ছি মজা
Aug 24
মিসেস জেসমিন
মিসেস জেসমিন বাড়িত দোতলায় মিস্ত্রি দিয়ে রং করাচ্ছিলেন। কিছুক্ষণ পর তার মনে হল মিস্ত্রি খুব ধীরে ধীরে কাজ করছে। রান্নাঘর থেকে উপর দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠলেন তিনি, কি, কাজ করছ তো, নাকি ফাঁকি মারছ?
– না, কাজ করছি।
– আমি তো কোন আওয়াজ পাচ্ছি না।
– হাতুড়ি দিয়ে তো আর রং করা হয় না। আওয়াজ পাবেন কীভাবে?
Aug 24
Waiting Room
এক মেয়ে ভুল করে অন্য ট্রেনে উঠে পড়ল ৷
পরের ষ্টেশনে নেমে এক খোড়া লোককে জিজ্ঞাস করল : এইটা কোন ষ্টেশন ?
কিন্তু হৈ চৈ এর কারনে উত্তর শুনতে না পেয়ে লোকটাকে ধরে টেনে Waiting Room এ
নিয়ে আবার জিজ্ঞাস করল : এইটা কোন ষ্টেশন ?
লোকটা (রাগান্বিত হয়ে) : একশবার কইরা কইলাম যে এইডা রেল ষ্টেশন, আর আপনে বিশ্বাসই করতাছেন না ?
Aug 24
তেলাপোকা আর বিবাহিত পুরুষের
বলুন তো তেলাপোকা আর বিবাহিত পুরুষের মাঝে সম্পর্ক কোথায় ?
দুটোকে দেখলেই মেয়ে দের চিৎকার শুরু হয়ে যায়।
এবার বলুন তো তেলাপোকা আর বিবাহিত পুরুষের মাঝে পার্থক্য কোথায় ?
তেলাপোকা দেখে ভয় পেয়ে চিল্লায়, আর স্বামী কে দেখলে চিল্লায় ভয় দেওয়ার জন্য।