Tag: bangla jokes

মৌমাছি

−ডাক্তার সাহেব, আমাকে মৌমাছি কামড় দিয়েছে। খুব ব্যথা হচ্ছে।
−আমি একটা মলম লাগিয়ে দিচ্ছি।
−কিন্তু মলম লাগাবেন কীভাবে? মৌমাছি তো এতক্ষণে অনেক দূরে চলে গেছে!
−মৌমাছির ওপর না। মলম লাগাব যেখানে কামড় দিয়েছে সেখানে।
−আচ্ছা, তাহলে আপনাকে আমার বাগানে যেতে হবে, আমগাছের নিচে। মৌমাছিটি সেখানে বসেই কামড়টা দিয়েছে!
−ওরে বোকা! আমি তোমার শরীরের যেখানে কামড় দিয়েছে সেখানে লাগাব।
−ও! কামড় দিয়েছে আঙ্গুলের মাথায়।
−কোনটা?
−সেটা তো আমি ঠিক বলতে পারব না। ওখানে অনেক মৌমাছি ছিল। আর সব দেখতে একই রকম।

লুঙ্গি নেই

ঘুম থেকে উঠে দেখি লুঙ্গি নেই ! বিছানার পাশে দেখি একটা চিঠিতে আমার বন্ধু লিখে গেছে,”দোস্ত,তোর লুঙ্গিটা নিয়ে গেলাম । আজ কলেজে লুঙ্গি ড্যান্স দিমু । কিছু মনে করিস না।” কি যুগ আইল । বন্ধুরে বিবস্ত্র কইরা লুঙ্গি নিয়া যায় লুঙ্গি ড্যান্স দিবার লাগি !

কিস করবো

ছেলে : আমি তোকে স্পর্শ না করেই কিস করবো!
মেয়ে : তুই এটা কখনো করতে পারবি না!
ছেলে : তাইলে বাজি ১০ টাকা!? মেয়ে : ঠিক আছে! ছেলেটি মেয়েটিকে জড়িয়ে ধরে কিস করলো!! তারপর মেয়েটি রাগান্বিত হয়ে বলল, “ আমাকে স্পর্শ করলি ক্যান??ছেলেটি উত্তর দিল মাথা ঠান্ডা কর “ এই নে ১০ টাকা!

লুঙ্গি আবিষ্কারের কাহিনী

লুঙ্গি আবিষ্কারের কাহিনীটা কেউ জানেন? বেশ মজার কাহিনী কিন্ত। পড়ুন তাহলে – বার্মায় এক রাজা রাজ দরবারে মন্ত্রীদের সাথে বৈঠকে বসেছেন। হঠাৎ তাঁর প্রচন্ড টয়লেট চাপলো।
তাই তিনি মন্ত্রীদের ৫ মিনিট অপেক্ষা করার কথা বলে টয়লেটে গেলেন। কিন্তু সমস্যা হল পাজামার গিট খুলছিলোনা। প্যাচিয়ে গেছে। এমতাবস্থায় পাজামা খোলতে না পেরে বাধ্য হয়েই পাজামা পরেই অবস্থায় কাজ সারতে হলো। পাজামায় মল- মূত্র লেপ্টে থাকায় তিনি বের হতেও পারছিলেননা। টয়লেটে বসেই মনস্থ করলেন দর্জিকে বলবেন যে এমন একটি পাজামা বানাতে যাতে কর পাজামার গিট প্যাচিয়ে গেলেও টয়লেট করতে সমস্যা না হয়। অতঃপর রাজার ব্যাক্তিগত দর্জি অনেক চিন্তা- ভাবনা করে একটি পাজামার মডেল আবিষ্কার করলেন। সেই মডেলটি হলো লুঙ্গি।

পার্থক্য আর ফাইরতক্ক

নোয়াখালীর এক টিচারছাত্রদের পরাচ্ছে,
স্যার – বাচ্চারা difference মানে হইতেসে গিয়া ফাইরতক্ক ।
ছাত্র – স্যার এটা ফাইরতক্ক নাকি পার্থক্য ?

স্যার – আরে বাবা রা ফাইরতক্ক আর পার্থক্য এর মধ্যে কোন ফাইরতক্ক নাই ।