Tag: bangla jokes

৯ বছরের দুইটা

ছেলেঃ মা, আমার জন্য ১৮ বছরের মেয়ে দেখো, বিয়ে করব।
মাঃ যদি না পাই।
ছেলেঃ তাইলে ৯ বছরের দুইটা মেয়ে হলেও চলবে।
মাঃ কি বললি!

স্টিকে লিপস্টিক

একবার এনজেলিনা জোলি আপা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল । তথন রাস্তার পোলাপান চিল্লাইতে লাগল যদি এই ঠোঁটে লিপস্টিক লাগানো থাকত তাইলে আরো চরম লাগত ।
তথন এনজেলিনা জোলি আপা বললেন-
তাইলে প্রত্যেকদিন কোনো না কোনো ছেলের স্টিকে লিপস্টিক লাগানো থাকত ।

আমার জন্মইতো মহিলা ওয়ার্ডে

মোখলেছহাসপাতালে গিয়ে মহিলা ওয়াবেডে শুয়ে পড়ল৷
নার্স : আপনার লজ্জা করেনা ?মহিলা ওয়ার্ডে শুয়ে আছেন ?
মোখলেছ : এতে লজ্জার কি আছে? আমার জন্মইতো হইছে মহিলা ওয়ার্ডে।

bikroy . com এ বিক্রি করে দাও

একদিন মেয়ে বাবার কাছে গিয়ে বলল: বাবা,আমি একটু কথা বলতে চাই! জরুরী!
বাবা: বলো?
মেয়ে: আমি একটা ছেলেকে ভালোবাসি! কিন্তু সে থাকে আমেরিকায়! তার সাথে আমার ডেটিং ওয়েবসাইটে দেখা হয়! facebook এ ফ্রেন্ড হই! whatsapp এ অনেক chat হয়! সে আমাকে skype তে propose করে! আমারা ২ মাস ধরে viber এ প্রেম করছি! এখন আমরা বিয়ে করতে চাই!
বাবা: সত্যি? তাহলে twitter এ বিয়ে কর, tango তে মজা আর হানিমুন কর! আর e-bay থেকে বাচ্চা কিনো, তা রিসিভ করো gmail এ। husband এর সাথে chat
করতে করতে বিরক্ত হলে , তাকে bikroy . com এ বিক্রি করে দাও!

আমার দুধ অর্ধেক খাইয়া ফালাইছে

কাশেম শহরে থাকে। তার বউ সখিনা থাকে গ্রামে। কাশেমেরই বন্ধু আবুল। কাশেম একদিন সখিনার জন্য “শাড়ি” কিনে পাঠালো আবুলের মাধ্যমে। প্যাকেট খোলা দেখে সখিনা বুঝতে পারে আবুল শাড়ির প্যাকেট খুলে দেখেছে। কিছুদিন পর আবার কাশেম সখিনার জন্য “ব্রা” কিনে পাঠালো আবুলের মাধ্যমেই। আবারো প্যাকেট খোলা দেখে সখিনা বুঝতে পারে আবুল প্যাকেট খুলে দেখেছে। বেশ কিছুদিন পর আবার কাশেম সখিনার জন্য “দুধ” কিনে পাঠালো ঐ আবুলের মাধ্যেমই। এবার সখিনা প্যাকেট হাতে নিয়ে দেখে প্যাকেট তো খোলা এর উপর আবার প্যাকেটে অর্ধেক দুধ নাই। তাই সখিনা রাগে- দুঃখে কাশেমকে চিঠি লিখলো। চিঠিতে যা লিখলো..

শোন তোমার বন্ধু ঐ আবুইল্যা একটা জানোয়ার !! সে প্রথমে আমার শাড়ি খুলছে,
আমি কিছু বলি নাই। আবার ব্রা খুলছে তারপরেও তোমারে কিছু কই নাই !! এখন আমার দুধ অর্ধেক খাইয়াও ফালাইছে!