Tag: bangla jokes

ডাক্তারদের বিয়ে

ডাক্তারদের বিয়ে… কিছুটা এমন ভাবে হওয়া উচিত…যাতে মনে হয় ডাক্তারের বিয়ে হচ্ছে……

বর ambulance এ আসবে।
বিয়ের অনুষ্টান হবে hospital এর ভিতরে… .!!
Photo এর জায়গায় X- Ray নেয়া হবে…!!
আর বিয়ের খাওয়াতে Vitamin – C দেয়াহবে সবাইকে… .!!
মেহমানদের cold drinks আর বোরহানিএর পরিবর্তে GLUCOSE & ORS দেয়া হবে…!!
বরের গলায় ফুলের হারের পরিবর্তে Stethoscope থাকবে… .!!
আর মজা তো তখন হবে… যখন বিয়ে করা শেষে ডাক্তার বলবে…
“NEXT PLEASE….!!!”

১৪টাকার নোট

এক লোকের পেশা জালটাকা বানানো । তো টাকা বানাতে বানাতে সে ভুলে ১৪টাকার একটা বানিয়ে ফেলল । তো সে এটা দিয়ে কি করবে চিন্তা করতে এবং বলল , ভাই এই ১৪ টাকার নোটের খুচরা হবে ?? দোকানদার বলল হবে এবং তাকে ১৪ টাকার খুচরা দিয়ে দিল । লোকটা খুচরা নিয়ে আনন্দে গান গাইতে গাইতে বাসায় আসলো এবং দেখলো ঐ দোকানদার তাকে ৭ টাকার দুটি নোট দিয়ে দিয়েছে ।

আম জাম

এক দম্পতি রাতের ট্রেনে বেড়াতে যাচ্ছেন। ফার্স্টক্লাস বগি। দুতলা সিটের উপরের তলার টিকেট কেটেছেন। রাত দশটায় ট্রেন ছাড়ল। স্বামী-স্ত্রী দুজনেই তাদের সিটে উঠে বসলেন। নিচের সিটে আরেক ভদ্রলোক বসেছেন। রাত একটু গভীর হতেই সবাই নিজ নিজ সিটে শুয়ে পড়ল। দম্পতি শুয়ে শুয়ে গল্প করতে করতে এক সময় শারীরিকভাবে উত্তেজিত হয়ে পড়লেন। স্ত্রী কাপড়-চোপড় খুলতে উদ্দত হলে স্বামী বাধা দিয়ে বললেন, ‌”না, তুমি আহ্, উহ্ শব্দ কর। এটা বাসা না; ট্রেন। আমরা কী করছি সবাই বুঝে ফেলবে।” স্ত্রী আহত কণ্ঠে বললেন, “তাহলে? আজ আমাদের হবে না?” “হবে। যদি তুমি আহ্, উহ্ শব্দ না করে আম জাম বল তাহলে হবে। ট্রেনের কেউ সন্দেহ করবে না।” “ঠিক আছে, তা-ই হবে।” দুজনেই গভীর রাত পর্যন্ত ফুর্তি করলেন। স্ত্রী আহ্, উহ্ না করে আম জাম বলে তার আনন্দ প্রকাশ করলেন। সকালে স্বামী ঘুম থেকে উঠে নিচে নেমে নিচের সিটের ভদ্রলোককে ভদ্রতা করে জিজ্ঞেস করলেন, “ভাই, রাতে ভাল ঘুম হয়েছে?” ভদ্রলোক হতাশ কণ্ঠে বলরেন, “ভাই ঘুম ভাল হবে কীভাবে বলুন? আপনারা স্বামী-স্ত্রী সারা রাত আম জাম খেলেন আর সকল রস আমার উপর ফেললেন!

বেশ খারাপ

১ম জন : “আয়নায় নিজের চেহারা দেখে আমি confused ।”
২য় জন : “মানে ?”
১ম জন : “মানে…মাঝে মাঝে দেখে মনে হয় আমি দেখতে বেশ, আবার মাঝে মাঝে দেখে মনে হয় আমি দেখতে খারাপ । আসলে আমি দেখতে কেমন ?”
২য় জন : “তোমার মধ্যে আসলে দু’টো দিক-ই আছে ।”
১ম জন : “কী রকম ?”
২য় জন : “তুমি দেখতে বেশ খারাপ ।”

ইন্টারভিউ

একটি মেয়ে রিসিপশনিষ্ট পদের জন্য ইন্টারভিউ দিতে গেলেন এবং তাকে প্রশ্ন করা হল তিনি কত বেতন চান। এর উত্তরে তিনি উত্তর দিলেনঃ “১,০০,০০০ (একলক্ষ টাকা) দিলেই
চলবে। ” সাথে সাথে প্রশ্নকর্ত তাকে বললেনঃ “আচ্ছা তাই কথা থাকল, ১,০০,০০০ টাকার সাথে ধানমন্ডিতে এবং গুলশানে একটা করে ফ্লাট, ২টা গাড়ী যার সকল খরচ আমাদের, ১০,০০০ টাকার মোবাইল বিল, সপ্তাহে মাত্র ১দিন ৪ ঘন্টা ডিউটি করলেই হবে।” এই শুনে তো ঐ মেয়ে মহা খুশি। বললঃ “স্যার আমিতো বিশ্বাসই করতে পারছিনা। এত কিছু? আচ্ছা স্যার বলেনতো আপনি মজা করছেন নাতো?” প্রশ্নকর্তা বললেনঃ “হ্যাঁ আমি মজাই করছিলাম, কিন্তু এই মজা করাটা আপনিই প্রথম শুরু করেছেন।