Tag: bangla jokes

উত্তেজিত অবস্থায় দশগুণ বড় হয়ে যায়

এক প্রফেসর তার সাইকোলজি ক্লাসে এক
ছাত্রীকে প্রশ্ন করলেনঃ “মানুষের শরীরের কোন অঙ্গটা উত্তেজিত অবস্থায় সাধারণ অবস্থার চেয়ে দশগুণ বড় হয়ে যায়?”
মেয়েটি লজ্জায় লাল হয়ে বললোঃ “স্যার, এটা আমার পক্ষে বলা সম্ভব না!”
তখন একই প্রশ্ন প্রফেসর অন্য এক ছাত্রকে করলেন।
ছেলেটি দাঁড়িয়ে উত্তরে বললোঃ “স্যার, ঐ বিশেষ অঙ্গটি হলো চোখের মণি!”
তখন প্রফেসর ঐ মেয়েটিকে বললেনঃ “এক নম্বর কথা, তুমি পড়াশোনায় যথেষ্ট অমনোযোগী! দুই নম্বর কথা তোমার মনমানসিকতা যথেষ্ট অশ্লীল!
এবং তিন নম্বর কথা হচ্ছে বিয়ের পর তুমি অবশ্যই হতাশ হবে!!

আমি লায়ন বলেছি,লিয়ন নয়

ইংরেজী শিক্ষক ক্লাসে বাচ্চাদের পশুর ডাক চ্যাপ্টারে পড়া ধরছেন। ক্লাসে এসে তিনি পাজি ফাঁকিবাজ ছেলেটিকে দাঁড় করিয়ে দিয়েছেন।
শিক্ষক: ডগ ?
ছাত্র: ঘেউ ঘেউ ।
শিক্ষক: ক্যাট ?
ছাত্র: মিউ মিউ মিয়াও ।
শিক্ষক: লায়ন ?
ছাত্র: আহ আহ উহ ।
শিক্ষক: আমি লায়ন বলেছি,লিয়ন নয়।

চিং চোঙ মিইকুং কং চা নাউ ”

এক চাইনীজ হাসপাতালে ভর্তি ছিল…
জিমি তাকে দেখতে গেল…
চাইনীজ বলল… “চিং চোঙ …
মিইকুং কং … চা নাউ ”
এবং মরে গেল…
জিমি চীনে গেল কথাটার অর্থ জানার
জন্য .. কথার অর্থ টা হল…
…“কুত্তা আমার অক্সিজেন পাইপ
থেকে পা উঠা…!!

ফাঁকিবাজি ছাত্র

ম্যাডামঃ- কালকে যে পড়াটা মুখস্ত করেতে দিছলাম। তা তুমি মুখস্ত করেছো?
পাপ্পুঃ- না ম্যাডাম!!
ম্যাডামঃ- কেনো? বাসায় পড়তে বসনি?
পাপ্পুঃ- যখন আমি পড়তে বসেছি ঠিক তখনি কারেন্ট চলে গেছে।
ম্যাডামঃ- নিশ্চয়ই একটু পর আবার কারেন্ট আসছে?
পাপ্পুঃ- হ্যা কারেন্ট তো আসছিলো। কিন্তু আবার যখনি আমি পড়তে বসেছি ঠিক তখনি আবার কারেন্ট চিলে গেছে।
ম্যাডামঃ- তার পর অবশ্যই আবার কারেন্ট এসেছিলো?
পাপ্পুঃ- কারেন্ট তো এসেছিলো কিন্তু আমি আর পড়তে বসিনি এই ভেবে ”যে কারেন্ট চলে যাবে আমার জন্য আর বেকার অন্যান্য লোকেরা অসুবিধা ভোগ করবে।

সেখানে কেউ যেতে রাজি না।

স্বামী:” দুবাই যাচ্ছি।
স্ত্রী:” আমার জন্য স্বর্ণের অলংকার নিয়ে এসো।
স্বামী:” আমেরিকা যাচ্ছি।
স্ত্রী:” আমার জন্য মেকআপ বক্স নিয়ে এসো।
স্বামী:” প্যারিস যাচ্ছি।
স্ত্রী:” আমার জন্য পারফিউম নিয়ে এসো।
স্বামী:” জাহান্নামে যাচ্ছি।
স্ত্রী:” আমার জন্য চিন্তা করো না। তুমি নিজের খেয়াল রাইখো।