স্বামী রুমে বসে বসে DVD দেখতেছিলো। আছানাক জোরে জোরে চিল্লাতে চিল্লাতে বলতে লাগলো ooowwwwww noooooooooooooo!!! গাড়ি থেকে নামিস না! গাড়ি থেকে নামিস না!! গাড়ি থেকে নামলে তুই সর্বনাশ হয়ে যাবি পাগোল! গাড়ি থেকে নামলে তোর জীবনের সুখ সান্তি নস্ট হয়ে যাবে!! স্বামীর উত্তেজিত কণ্ঠে চিল্লা চিল্লি সুনে স্ত্রী এসে বলল।
কি ব্যাপার DVD তে কি দেখে এতো চিল্লাচ্ছ?
স্বামী নরম গোলায় বললঃ- আমাদের বিয়ের DVD
Tag: bangla jokes
Dec 11
আমাদের বিয়ের DVD
Dec 11
ন্যাংটা পাগল
২ জন পাগল একটি পাগলা গারদে বসে ছিল। একজন ছিল গামছা পরা, আরেকজন ছিল ন্যাংটা। হঠাত্ গামছা পরা পাগল ন্যাংটা পাগলকে বলল, তুই তো দেখি একেবারেই পাগল হয়ে গেছিস!
ন্যাংটা পাগল : কেন?
গামছা পরা পাগল : আজ মন্ত্রী আসবে আমাদের পাগলা গারদ পরিদর্শন করতে আর তুই ন্যাংটা হয়ে বসে আছিস?
ন্যাংটা পাগল : এখন আমি কী করি বল তো?
গামছা পরা পাগল : নে ধর, অন্তত আমার গামছাটা পরে থাক।
Dec 10
১লিটার রক্ত যৌতুক দাবি করছে
মন্টু একদিন দুপুরে বসে আছে। হটাৎ একটা মশা এসে মন্টুকে কামড় দিলো।:
মন্টু :- (রেগে গিয়ে) এখন দিনের বেলায়ও কামড় দিতে হবে?
মশা:- কি করমু সাহেব? গরীব মশা আমি। মা- বাবা হাসপাতালে ভর্তি। ঘরে বিয়ের উপযুক্ত বোন আছে। সেদিন তার বিয়ে ঠিক হইছে। ছেলে পক্ষ ১লিটার রক্ত যৌতুক দাবি করছে।
তাই ওভারটাইম করতেছি।
Dec 10
স্বামীর প্রতি ভালবাসা
হিলাদের সেমিনার চলছে। টপিক :- স্বামীর প্রতি ভালবাসা।
প্রথম প্রশ্ন :-আপনারা কি আপনাদের স্বামীকে ভালবাসেন? সবাই উত্তর দিলো, হ্যাঁ ভালোবাসি।
দ্বিতীয় প্রশ্ন :- আপনাদের স্বামীদের শেষ কবে I love u. বলছেন?
উত্তরে কেউ বলল, আজ সকালে, কেউ কাল রাতে, কেউ কেউ কিছুদিন আগে। এখন তাদের মোবাইল থেকে I love u. ম্যাসেজ লিখে স্বামীদের. পাঠাইতে বলল। আর reply কি আসে? তা পড়তে বলল। স্বামীদের reply এমন ছিলো।
১) আমার বাচ্চাদের আম্মা। তুমি পাগল হইছো নাকি?
২) এখন আবার কি করছো? গাড়ি তো এক্সিডেন্ট করো নাই?
৩) কি হইছে? কিছুই তো বুজলাম না!
৪) কি করছো তুমি? আইজকা তো তুমি শেষ!
৫) এখন আবার কি চাই? কতো টাকা লাগবো?
৬) স্বপ্নের মাঝে তো ম্যাসেজ করো নাই?
৭) এই ম্যাসেজ তো ভুল করে পাঠাও নাই?
৮) তুমি বলছিলে পার্টিতে যাবে। বেশী তো খেয়ে ফেলো নাই।
৯)?,?,?,?
১০) তুমি কে?
Dec 10
I am sorry
ডাক্তার: I am sorry, আপনার ছেলে মারা গেছে।
ছেলে: ছেলে উটে বলল, না বাবা আমি মরিনাই ।
বাবা: চুপ বেয়াদব, তুই ডাক্তার এর চেয়ে বেশি বুঝিজ নাকি?