Tag: bangla jokes

শাড়ি,ব্লাউজ ও পেটিকোটটা খুলল

এক পাগলা গারদে নার্স একটা পাগলের কাছে গেল । গিয়ে
বললোঃ আমার শাড়ি খুলো । পাগলটা শাড়ি খুলল ।
তারপর বললোঃ আমার পেটিকোট খুলো । পাগলটা পেটিকোটও খুলল । তারপর
নার্স বললোঃ এবার আমার ব্লাউজটাও খুলো । বেচারা পাগলটা চাকরের মতো নার্সের শাড়ি,ব্লাউজ ও পেটিকোটটা খুলল ।
তারপর আবার নার্স বললোঃ আর কোনো দিন আমার কাপড় পড়বে না । ভাইয়েরা, প্রথমে যেই চিন্তা করেছিলেন , এইসব চিন্তা বাদ দেন । পারলে ভালোটাও একটু ভাইবা দেইখেন।

ম্যাডাম সো সুইট

ম্যাডামঃ সো সুইট!! কতো লক্ষ্মী একটা ছেলে তুমি!! আমি তো তোমাকে খুবই পছন্দ করি!!
বাচ্চাঃ তাহলে আমি আমার আম্মু আব্বুকে আপনার বাসাতে পাঠাই??
ম্যাডামঃ মানে!? বাসায় পাঠাবে মানে?? কেনো পাঠাবে??
বাচ্চাঃ মানে তারা যাতে আরও আলাপ আলোচনা করতে পারে!! এখুনি ঠিক করে ফেলা ভালো।। নইলে দেখা গেলো আপনি অন্যকাউকে আ জায়গা দিয়ে ফেললেন, আর আমার
তো তখন সর্বনাশ হয়ে যাবে!
ম্যাডামঃ কি সব আজেবাজে কথা বলছো ?
বাচ্চাঃপ্রাইভেটপড়ানোর জন্য ম্যাডাম! ম্যাডাম,

আকবরের ফোন নাম্বার

ইতিহাস ক্লাশে স্যার নিশিকে দাঁড় করালেন- ‘বলো তো, আকবর জন্মেছিলেন কবে?’
নিশি : স্যার, এটা তো বইয়ে নেই!
স্যার : কে বলেছে বইয়ে নেই! এই যে আকবরের নামের পাশে লেখা আছে- ১৫৪২-১৬০৫!
নিশি : ও! ওটা জন্ম- মৃত্যুর তারিখ! আমি তো ভেবেছিলাম ওটা আকবরের ফোন নাম্বার। তাই তো বলি, এত্তোবার ট্রাই করলাম, রং নাম্বার বলে কেন?

স্বামী বেহুঁশ

স্বামী তার গর্ভবতী স্ত্রীর খোঁজ নেওয়ার জন্য হাসপাতালে ফোন করলো। কিন্তু সে ভুলে ক্রিকেট স্টেডিয়ামে ফোন করে জিজ্ঞেস করলো?
স্বামী :- এখন অবস্থা কেমন? আর, উত্তর শুনে তো স্বামী বেহুঁশ ওপাশ থেকে উত্তর দিলো, অবস্থা ভালই ৩জন আউট হইছে। আর আশা করি বাকি ৭জন লাঞ্চের পরে আউট হবে।

অনন্ত জলিল

অনন্ত জলিলের মুভি দেখার পর, James Bond আত্মহত্যা করছে। কিন্তু কেন? কারণ, অনন্ত জলিল খালি পিস্তল নিয়ে ভিলেনর সামনে গেছে। ভিলেন গুলি করছে আর অনন্ত জলিল সেই গুলি ধরে তার পিস্তলে ভরে ভিলেনকে মেরে ফেলছে।